দর্শকশূন্য মাঠে দ. আফ্রিকা-ভারত সিরিজ

অনুমতি আছে দুই ডোজ টিকা নেওয়া দুই হাজার দর্শকের দক্ষিণ আফ্রিকায় যেকোনো ক্রীড়া ইভেন্টে মাঠে প্রবেশ করার। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজটি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আয়োজন করতে যাচ্ছে দর্শকশূন্য মাঠে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2021, 04:20 PM
Updated : 20 Dec 2021, 04:20 PM

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই ও সিএসএ যৌথভাবে নিয়েছে এই সিদ্ধান্ত। মূলত ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখেই স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে দেশটিতে। গত সপ্তাহে দিনে ২০ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড করা হয়েছিল। বর্তমানে এই সংখ্যা কিছুটা কমে ১৭ হাজারে এসেছে। কিন্তু পজিটিভ হওয়া বেশিরভাগই গুয়াটেং প্রদেশের। যেখানে ভারতের বিপক্ষে তিন টেস্টের দুটি খেলবে দক্ষিণ আফ্রিকা।

এ কারণেই মূলত দর্শকশূন্য মাঠে সিরিজটি আয়োজনের সিদ্ধান্তে সম্মত হয়েছে দুই দেশের বোর্ড।

দুই দলের প্রথম টেস্ট শুরু আগামী রোববার, সেঞ্চুরিয়নে। পরের দুই টেস্ট শুরু হবে ৩ ও ১১ জানুয়ারি, যথাক্রমে জোহানেসবার্গ ও কেপ টাউনে।

এরপর তিন ওয়ানডের সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি হবে ১৯, ২১ ও ২৩ জানুয়ারি।