ব্র্যাডম্যানের ৭৪ বছর পর বাটলার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2021 05:47 PM BdST Updated: 20 Dec 2021 10:45 PM BdST
-
হিট উইকেট আউট হয়ে ফিরে যাচ্ছেন জস বাটলার
-
যেভাবে হিট উইকেট আউট হন বাটলার
অস্ট্রেলিয়ার পেস-স্পিন আক্রমণ সামলে বলের পর বল, ওভারের পর ওভার পার করে দিচ্ছিলেন। দাঁতে দাঁত চেপে, মাটি কামড়ে উইকেটে পড়ে থেকে জাগিয়েছিলেন ম্যাচ বাঁচানোর ক্ষীণ আশা। কিন্তু জস বাটলারের চোয়ালবদ্ধ লড়াই থামল বেশ অদ্ভুতভাবে। হলেন হিট উইকেট আউট! ফিরে এলো সাত দশক আগের পুরনো স্মৃতি।
অ্যাশেজ সিরিজে অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে শেষ দিনের শেষ সেশনে বাটলারের প্রতিরোধ ভেঙে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ইংলিশ কিপার-ব্যাটসম্যান ২৫৮ মিনিট উইকেটে কাটিয়ে ২০৭ বলে ২ চারে খেলেন ২৬ রানের লড়িয়ে ইনিংস।
ম্যাচ বাঁচাতে ৬ উইকেট হাতে নিয়ে শেষ দিনের তিন সেশন কাটিয়ে দিতে হতো ইংল্যান্ডকে। দিনের তৃতীয় ওভারে অলি পোপের বিদায়ের পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন বাটলার। প্রথম ঘণ্টায় সফরকারীরা হারায় বেন স্টোকসকেও। এরপরই শুরু বাটলারের লড়াই।

যেভাবে হিট উইকেট আউট হন বাটলার
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ২০৫ এর বেশি বল খেলে কোনো ব্যাটসম্যানের হিট উইকেট হওয়ার সবশেষ নজির স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ব্র্যাডম্যান টেস্ট ক্যারিয়ারে হিট উইকেট আউট হয়েছিলেন ওই একবারই, ১৯৪৭ সালে ব্রিজবেনে ভারতের বিপক্ষে। সেই বোলার ছিলেন না ভয়ঙ্কর গতিময় কেউ, লালা অমরনাথ! যার মূল কাজ ছিল ব্যাটিং, ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনিই। পাশাপাশি করতেন জেন্টল মিডিয়াম পেস। সেদিন ৩৩৬ বল খেলে ব্র্যাডম্যান করেছিলেন ১৮৫ রান।
বাটলারের আগে ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে সবশেষ হিট উইকেট হয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস, ২০০৮ সালে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সবশেষ হিট উইকেট হওয়ার ঘটনা সেই ১৯৪৭ সালে, সিডনিতে হয়েছিলেন ডেনিস কম্পটন।
সব স্মৃতিই ফিরে এলো বাটলারের সৌজন্যে। ৪ ঘণ্টার বেশি ব্যাট করে তার স্ট্রাইক রেট ১২.৫৬। টেস্ট ইতিহাসে ইনিংসে ২০০ বা এর বেশি বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে যা তৃতীয় মন্থরতম। আর কিপার-ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয়।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন