চাকরি হারাচ্ছেন উইন্ডিজ নির্বাচকরা

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন রজার হার্পার। তার পাশাপাশি নির্বাচক প্যানেলের আরেক সদস‍্য মাইলস ব্যাসকম্বের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না ক্যারিবিয়ান বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 04:41 PM
Updated : 18 Dec 2021, 04:41 PM

এক বিবৃতিতে শনিবার সিডব্লিউআই জানায়, শিগগিরই নতুন নির্বাচক প্যানেল তৈরি করবে তারা। এর আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন প্রধান কোচ ফিল সিমন্স।

বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ আগামী ৩১ ডিসেম্বর।

কদিন আগে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে এই সংস্করণের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ‍্য নিয়ে খেলতে গিয়ে নকআউট পর্বে উঠতেই ব্যর্থ হয় দলটি।

বোর্ডের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন বিদায়ী প্রধান নির্বাচক হার্পার।

ক্যারিবিয়ানদের পরের আন্তর্জাতিক সিরিজ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সঙ্গে রয়েছে একটি টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচ তিনটি হবে আগামী ৮, ১১ ও ১৪ জানুয়ারি। ২০ ওভারের ম্যাচটি হবে ১৬ জানুয়ারি।