রেকর্ডের যে পাতায় কেবলই রিজওয়ান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2021 10:50 PM BdST Updated: 16 Dec 2021 10:50 PM BdST
-
মোহাম্মদ রিজওয়ান। ছবি: পিসিবি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগেই গড়েছেন। এবার সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন মোহাম্মদ রিজওয়ান। জায়গা করে নিলেন রেকর্ডের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।
ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে এক বছরে দুই হাজার রান করলেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই অর্জনে নাম লেখান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
দুই হাজারে পা রাখতে ৫১ রান দূরে ছিলেন রিজওয়ান। ক্যারিবিয়ানদের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়ায় একাদশ ওভারেই তিনি ছুঁয়ে ফেলেন তা।
৪৫ বলে ৩ ছক্কা ও ১০ চারে ৮৭ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এবছর ৪৫ ইনিংসে তার রান এখন দুই হাজার ৩৬।
ব্যাট হাতে স্বপ্নের মতো এক বছর কাটছে রিজওয়ানের। একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছাড়িয়ে যান ক্রিস গেইলের গড়া এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ড।
২০১৫ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ৬৬৫ রান করেছিলেন গেইল। তাকে টপকে যেতে রিজওয়ানের লাগে ৩৮ ইনিংস।
এরপর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বছরে এক হাজার রানের অনন্য রেকর্ড।
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
-
‘নতুন যুগের সূচনায়’ ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’