পাকিস্তানের রেকর্ড গড়া বছর

বিশ্বকাপে পাকিস্তানের স্বপ্নযাত্রা মুখ থুবড়ে পড়েছে সেমি-ফাইনালে। তবে বছরজুড়ে তাদের দুর্দান্ত ধারাবাহিকতার চিত্র ফুটে উঠেছে রেকর্ড বইয়ে। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাবর আজমের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2021, 04:08 AM
Updated : 14 Dec 2021, 04:08 AM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ৬৩ রানের জয়ে নতুন উচ্চতায় পা রাখে পাকিস্তান। এই বছর টি-টোয়েন্টিতে তাদের এটি ১৮তম জয়।

এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে পাকিস্তান ছাড়িয়েছে নিজেদেরই। ২০১৮ সালে তাদের ১৭ জয় ছিল আগের রেকর্ড।

তালিকায় তৃতীয় নামটি দেখে চমকে উঠতে পারেন অনেকে। এই বছর ১৬টি ম্যাচ জিতে রেকর্ডে উঠে গেছে উগান্ডার নাম! তাদের জয়গুলি যদিও ঘানা, সিশেলস, নাইজেরিয়া, লেসোথো, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা, তাঞ্জানিয়ার মতো দলের বিপক্ষে। তবে উগান্ডাও তো একই পর্যায়েরই দল। কৃতিত্ব তাই তাদের দারুণ।

এই বছর সবচেয়ে বেশি ম্যাচও অবশ্য খেলেছে পাকিস্তান। সেখানে তারা স্পর্শ করেছে বাংলাদেশের রেকর্ড।

২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচ নিয়ে রেকর্ডে ভাগ বসায় পাকিস্তান। মঙ্গলবারই রেকর্ডটি নিজেদের করে নেবেন বাবর আজমরা। এরপর সিরিজের শেষ ম্যাচ দিয়ে তারা আরও বাড়িয়ে নেবেন রেকর্ড।

এক বছরে বেশি ম্যাচ খেলার রেকর্ডে এই দুই দলের পরে আছে নেদারল্যান্ডস। ২০১৯ সালে ডাচরা খেলেছিল ২৫ ম্যাচ।