পাকিস্তানের রেকর্ড গড়া বছর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2021 10:08 AM BdST Updated: 14 Dec 2021 10:08 AM BdST
বিশ্বকাপে পাকিস্তানের স্বপ্নযাত্রা মুখ থুবড়ে পড়েছে সেমি-ফাইনালে। তবে বছরজুড়ে তাদের দুর্দান্ত ধারাবাহিকতার চিত্র ফুটে উঠেছে রেকর্ড বইয়ে। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাবর আজমের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ৬৩ রানের জয়ে নতুন উচ্চতায় পা রাখে পাকিস্তান। এই বছর টি-টোয়েন্টিতে তাদের এটি ১৮তম জয়।
এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে পাকিস্তান ছাড়িয়েছে নিজেদেরই। ২০১৮ সালে তাদের ১৭ জয় ছিল আগের রেকর্ড।
তালিকায় তৃতীয় নামটি দেখে চমকে উঠতে পারেন অনেকে। এই বছর ১৬টি ম্যাচ জিতে রেকর্ডে উঠে গেছে উগান্ডার নাম! তাদের জয়গুলি যদিও ঘানা, সিশেলস, নাইজেরিয়া, লেসোথো, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা, তাঞ্জানিয়ার মতো দলের বিপক্ষে। তবে উগান্ডাও তো একই পর্যায়েরই দল। কৃতিত্ব তাই তাদের দারুণ।
এই বছর সবচেয়ে বেশি ম্যাচও অবশ্য খেলেছে পাকিস্তান। সেখানে তারা স্পর্শ করেছে বাংলাদেশের রেকর্ড।
২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচ নিয়ে রেকর্ডে ভাগ বসায় পাকিস্তান। মঙ্গলবারই রেকর্ডটি নিজেদের করে নেবেন বাবর আজমরা। এরপর সিরিজের শেষ ম্যাচ দিয়ে তারা আরও বাড়িয়ে নেবেন রেকর্ড।
এক বছরে বেশি ম্যাচ খেলার রেকর্ডে এই দুই দলের পরে আছে নেদারল্যান্ডস। ২০১৯ সালে ডাচরা খেলেছিল ২৫ ম্যাচ।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের