রেকর্ড গড়া হেডকে জরিমানা

ব্যাট হাতে নিজেকে মেলে ধরে রেকর্ড গড়া ইনিংস খেলা ট্রাভিস হেড মেজাজ হারিয়ে ভাঙলেন আইসিসির আচরণবিধি। অপ্রীতিকর ভাষা ব্যবহার করায় অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান গুনলেন জরিমানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2021, 10:36 AM
Updated : 11 Dec 2021, 10:36 AM

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে অ্যাশেজ সিরিজের ব্রিজবেন টেস্টে ১৫২ রানের ইনিংস খেলা হেডকে। ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ বলে সেঞ্চুরি করে তিনি গড়েন গ্যাবায় দ্রুততম শতরানের রেকর্ড। এই মাঠে একশ বলের আগে শতক ছিল না কারো।

এই ইনিংসের পথেই একটা পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন হেড। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের ৭৭তম ওভারে ঘটে এই কাণ্ড। বেন স্টোকসের বলে পরাস্ত হওয়ার পর অনুপযোগী ভাষা ব্যবহার করেন তিনি।

আচরণবিধি ভাঙায় হেডের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ২৪ মাসে যা তার প্রথম।

ম্যাচ রেফারি কাছে নিজের ভুল স্বীকার করে নেন হেড। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

তার দেড়শ ছাড়ানো ইনিংসের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে বড় লিড পায় অস্ট্রেলিয়া। পরে সফরকারীদের অল্পতে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় তারা।