লঙ্কান বোর্ডের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর বুধবারের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুইজন হাম্বানটোটার সুরিয়াভেভা স্টেডিয়ামের কর্মী।
এই বিষয়ে বিস্তারিত তেমন কিছুই এখনও জানানো হয়নি। তবে ধারনা করা হচ্ছে, আক্রমণটি একটি হাতি করেছে।
স্থানীয় সময় রাত ৯টায় কাজ শেষে সাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন ওই দুই স্টাফ। তখনই তাদের ওপর আক্রমণ হয়। দুজনের মরদেহ প্রায় কয়েকশ মিটার দূরে পাওয়া যায়।
শ্রীলঙ্কার গ্রাম এলাকায় হাতির আক্রমণ অস্বাভাবিক নয়। সেখানে মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ একটি দীর্ঘস্থায়ী সমস্যা। ২০০৯ সালে দেশটির ৩০ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর বিশাল অঞ্চল জুড়ে উন্নয়নমূলক কাজ শুরু হলে এই সমস্যা আরও বেড়ে গেছে।
এসব সমস্যা সবচেয়ে বেশি হওয়া এলাকাগুলোর মধ্যে হাম্বানটোটা অন্যতম। এমন ঘটনায় সেখানে গত বছর ১০টি হাতি ও চার জন মানুষের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।