ম্যাচ বাঁচাতে শান্তর ‘সহজ ফর্মুলা’

পাকিস্তানের ইনিংস ঘোষণার পর কাটিয়ে দিতে হতো স্রেফ ঘণ্টা দুয়েক। সেটাও প্রতিপক্ষের মূল বোলারদের না খেলে। এরপরও নিদারুণভাবে ব‍্যর্থ বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় চার দিনেও যেখানে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি, সেখানে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে হার। তবে নাজমুল হোসেন শান্তর বিশ্বাস, ভুলগুলো শুধরে নিয়ে শেষ দিনে ম‍্যাচ বাঁচাতে পারবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 02:42 PM
Updated : 7 Dec 2021, 02:42 PM

মিরপুরে মঙ্গলবার চার ফিফটিতে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ বেলায় ব‍্যাটিংয়ে নেমে স্রেফ ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ। ফলোঅন এড়াতেই এখনও প্রয়োজন ২৫ রান।

২৬ ওভার খেলতেই যেখানে ধুঁকতে হয়েছে সেখানে পুরো একটা দিন কিংবা দিনের বেশির ভাগ সময় কীভাবে কাটিয়ে দেওয়া সম্ভব? চতুর্থ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শান্তর জবাব সহজ, ভালো ব‍্যাটিং করে।

“আমার মনে হয়, কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি পার্টনারশিপ করতে পারে, আরও কিছু রান করতে পারে, তাহলে একটা ভালো অবস্থানে যাব। কাল আবার ব্যাটিংয়ের সুযোগ এলে, খুব ভালো ব্যাটিং করতে হবে।”

পেসারদের জন‍্য সহায়ক কন্ডিশন হলেও আলোকস্বল্পতার জন‍্য শাহিন শাহ আফ্রিদি করতে পারেন কেবল এক ওভার। একই কারণে তাকে কিংবা হাসান আলিকে দিনের বাকি সময়ে আর বোলিংয়ে আনতে পারেননি অধিনায়ক বাবর আজম। আবহাওয়ার যেভাবে উন্নতি হচ্ছে তাতে পঞ্চম দিন তাদের বোলিং করতে না পারার কোনো কারণ নেই।

এরই মধ‍্যে ৬ উইকেট নিয়েছেন সাজিদ খান। ভালো করেছেন নুমান আলিও। সব মিলিয়ে অনেক বড় চ‍্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। তবে এখনও ম‍্যাচ বাঁচাতে আত্মবিশ্বাসী শান্ত।

“ম‍্যাচ বাঁচানো অসম্ভব কিছু না। খেলায় হেরে গেছি, এরকম কিছু না। এখান থেকে ম্যাচ বাঁচানো সম্ভব। ভালো অবস্থায় যেতে পারব না, এমন কিছু না।”

“অবশ্যই ম‍্যাচ বাঁচাতে পারব। কালকের শুরুটা গুরুত্বপূর্ণ। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি ভালো শুরু করতে পারে, তাহলে পরের ইনিংসের জন্য সুবিধা হবে। পরের ইনিংসে আমাদের ভালো ব্যাটিং করতে হবে, এটাতেই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ। ভালো ব্যাটিং করতে পারলে, অবশ্যই ম্যাচ বাঁচানো সম্ভব।”

চতুর্থ দিনের ব‍্যাটিংয়ের ভুলের কাটাছেঁড়ায় যেতে চাইলেন না শান্ত। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান মনে করেন, সবাই নিজের ভুল জানেন। আশা করেন, শেষ দিনের চ‍্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবেন সবাই।

“আজকের ইনিংসে যে ভুলগুলো করেছি, এখান থেকে আরেকটু কীভাবে ভালো করতে পারি, আমরা সবাই জানি। পরের ইনিংসে যখন সুযোগ আসবে, তখন ওই ভুলগুলো যেন না হয়, সেই অনুযায়ী পরিকল্পনা করার চেষ্টা করব।”