টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বড় পুরস্কার পেল ভারত। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল বিরাট কোহলির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 10:14 AM
Updated : 6 Dec 2021, 10:41 AM

মুম্বাই টেস্টে সোমবার ৩৭২ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত। পরে র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

দুই নম্বরে নেমে গেছে নিউ জিল্যান্ড। ভারতের কাছে সিরিজ হারের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে তারা হারিয়েছে ৩ পয়েন্ট। তাদের রেটিং পয়েন্ট এখন ১২১।

আর ভারত পেয়েছে ৩ পয়েন্ট। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১০৮ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে ইংল্যান্ড। আগামী বুধবার অ্যাশেজের প্রথম টেস্টে মুখোমুখি হবে এই দুই দল।

পাকিস্তান পাঁচে, দক্ষিণ আফ্রিকা ছয়ে, শ্রীলঙ্কা সাতে, ওয়েস্ট ইন্ডিজ আটে আছে। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। দশে আছে জিম্বাবুয়ে।

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস থাকলেও র‍্যাঙ্কিংয়ে বিবেচনায় আসার জন্য পর্যাপ্ত ম্যাচ এখনও তারা খেলেনি।