ভারতে অপরাজিত থেকেই ফাইনালে যুবারা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2021 05:58 PM BdST Updated: 04 Dec 2021 05:58 PM BdST
-
ফাইল ছবি
টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বৃষ্টির বাগড়ায় প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অপরাজিত থেকেই শিরোপার লড়াইয়ে নামবে যুবারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার সারা দিনই হয়েছে বৃষ্টি। তিন দলীয় টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচটিতে তাই সম্ভব হয়নি টস করাও।
প্রথম তিনটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে আগেই জায়গা করে নেয় বাংলাদেশ। চার ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলে সবার শীর্ষে তারাই।
বৃষ্টি বাধা অবশ্য আশীর্বাদ হয়েই এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের জন্য। তিন ম্যাচের একটি জেতা দলটি মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে আছে। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে তারাই।
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল এখনও জেতেনি একটি ম্যাচও। তাই তারা ছিটকে গেছে শিরোপার লড়াই থেকে। ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও ফাইনালে উঠতে পারবে না ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’।
আগামী মঙ্গলবার ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন