লর্ডস টেস্ট আড়াই দিনেই জিতে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
পিসিবি শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে আগামী ১২ ডিসেম্বর। ফাইনাল ২৭ ফেব্রুয়ারি।
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় এক মাস আগেই শুরু হবে এবারের আসর। মূলত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর সামনে রেখে পিএসএল এগিয়ে আনা হয়েছে।
পাকিস্তানের দুটি ভেন্যুতে খেলা হবে। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করাচিতে হবে ১৫টি ম্যাচ। এরপর ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে বিদেশি খেলোয়াড়দের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। গতবার রশিদ খান, ক্রিস লিন, ডেভিড মিলার, ক্রিস গেইলরা দল পেয়েছিলেন প্লাটিনাম ক্যাটাগরি থেকে।
ফাইনালে পেশাওয়ার জালমিকে হারিয়ে গত আসরের শিরোপা জিতেছিল মুলতান সুলতানস।