এবার আফগানদের চাকরি ছাড়লেন টেইট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2021 09:55 PM BdST Updated: 01 Dec 2021 09:55 PM BdST
প্রধান কোচ ল্যান্স ক্লুজনার চুক্তি নবায়ন না করার ঘোষণা দেওয়ার পরদিনই কোচিং স্টাফের আরেকজনকে হারাল আফগানিস্তান। দলটির পেস-বোলিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।
ছোট বিবৃতি দিয়ে বুধবার নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন টেইট। আগের দিন বিবৃতি দিয়ে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্লুজনার আফগানদের প্রধান কোচ হিসেবে পথচলার ইতি টানার কথা জানান। চলতি বছরের শেষ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ।
গত অগাস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টেইটকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারও চুক্তি ছিল এই বছরের শেষ পর্যন্ত। কিন্তু এর আগেই তাৎক্ষণিকভাবে সরে দাঁড়ালেন তিনি।
অল্প এই সময়ে দেখা আফগান তরুণ পেসারদের বেশ মনে ধরেছে টেইটের। তার মতে, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির পেস বোলিং বিভাগের।
“দলটির সঙ্গে কাজ করা উপভোগ করেছি, বিশেষ করে তরুণ আফগান ফাস্ট বোলারদের সঙ্গে, যাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি দারুণ ভবিষ্যৎ রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ক্রিকেটীয় মস্তিস্কের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া পরম আনন্দের।”
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৯৫টি। ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বলের রেকর্ড তার।
অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন টেইট। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ওই টুর্নামেন্টে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। আসরে তার চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কেবল তার সতীর্থ গ্লেন ম্যাকগ্রা।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা টেইট ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল-টু সনদপ্রাপ্ত কোচ। এর আগে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসে আর আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সে।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল