বাংলাদেশকে সাড়ে তিনশ রানে থামাতে চায় পাকিস্তান

একজন খেলছেন সেঞ্চুরি পেরিয়ে, আরেকজন কাছেই দাঁড়িয়ে। বিশেষজ্ঞ একজন ব্যাটসম্যান এখনও বাইরে। ব্যাটিংটা ভালোই পারেন এমন দুই জন অপেক্ষায়। তাই আর একশ রানের ভেতর বাংলাদেশকে গুটিয়ে দেওয়া সহজ নয়। তবে সঠিক জায়গায় বোলিং করে প্রতিপক্ষকে সাড়ে তিনশর আগে আটকানোর ব্যাপারে আশাবাদী পাকিস্তানের পেসার হাসান আলি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2021, 01:46 PM
Updated : 26 Nov 2021, 06:59 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৫৩ রান। ১১৩ রানে খেলছেন লিটন দাস। মুশফিকুর রহিম অপরাজিত ৮২ রানে।

এখনও ব‍্যাটিংয়ে আসতে বাকি অভিষিক্ত মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলির। মেহেদী হাসান মিরাজ ব‍্যাটিংটা ভালোই পারেন। সঙ্গ দেওয়ার সামর্থ‍্য আছে তাইজুল ইসলামের।

তবে সবার আগে মুশফিক ও লিটনের জুটি ভাঙ্গতে হবে। প্রথম দিন ৬৮.৪ ওভার বোলিং করেও তা পারেননি শাহিন শাহ আফ্রিদি, নুমান আলিরা। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মুশফিক ও লিটনের ২০৪ রানের জুটিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়েছে বাংলাদেশ।

প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের পেসার হাসান জানান, এই মুহূর্তে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তবে এরপরও তাদের সাড়ে তিনশ রানে থামানো সম্ভব।

“আমার মনে হয়, ওরা ভালো অবস্থানে আছে। ২৫৩ রানে দিন শেষ করেছে। ক্রিজে এখন দুই জন থিতু ব‍্যাটসম‍্যান আছে, ওরা যেভাবে খেলছে, তাতে যদি ওদের ৩৫০ রানের আগে থামাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ।”

শেষ বেলায় দ্বিতীয় নতুন বল নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় আগে ভাগেই খেলা শেষ হওয়ায় নতুন বলে করতে পেরেছে কেবল ৫ ওভার। বল তাই প্রায় নতুনই আছে। হাসান মনে করেন, সঠিক জায়গায় বোলিং করলে সাফল‍্য মিলবে।

“উইকেট বেশ মন্থর। আমরা জানি, এখানে উইকেট কিছুটা মন্থর হয়। আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। আমরা সেই চেষ্টা করব এবং চাইব যেন ব‍্যাটসম‍্যান ভুল করে। উইকেট পাওয়ার বেশি সুযোগ মিলে।”