শ্রেয়াসের সেঞ্চুরি, ল্যাথাম-ইয়াংয়ের ব্যাটে কিউইদের জবাব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021 06:32 PM BdST Updated: 26 Nov 2021 06:54 PM BdST
-
অবিচ্ছিন্ন ১২৯ রানের উদ্বোধনী জুটি গড়েছেন টম ল্যাথাম (বাঁয়ে) ও উইল ইয়াং। ছবি: আইসিসি।
-
ভারতের ষোড়শ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার। ছবি: বিসিসিআই।
-
সকালে দুর্দান্ত এক স্পেলে ভারতের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছেন টিম সাউদি। ছবি: আইসিসি।
আসলাম, দেখলাম, জয় করলাম; টেস্ট ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের শুরুটাকে এভাবে দেখাই যায়। তার দারুণ সেঞ্চুরিতে ভারত পেয়েছে সাড়ে তিনশর কাছে পুঁজি। টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে দারুণভাবে এগিয়ে চলেছে নিউ জিল্যান্ডও। উদ্বোধনী জুটিতেই একশ পেরিয়ে গেছে তারা।
কানপুরে শুক্রবার ভারতকে ৩৪৫ রানে থামিয়ে ব্যাট করছে নিউ জিল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে ১২৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
নিউ জিল্যান্ডকে শক্ত ভিত গড়ে দেওয়া ইয়াং খেলছেন ৭৫ রানে। আর ৫০ রান নিয়ে অপরাজিত আছেন ল্যাথাম।
ভারতকে বড় সংগ্রহ এনে দেওয়ার মূল নায়ক শ্রেয়াস খেলেছেন ১০৫ রানের ইনিংস। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা ভারতের ষোড়শ ক্রিকেটার তিনি। দেশটির হয়ে লাল বলের ক্রিকেটে পা রেখেই সেঞ্চুরি করার আগের কীর্তি পৃথ্বী শয়ের, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ভারতের ষোড়শ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার। ছবি: বিসিসিআই।
লাঞ্চ বিরতির পরপরই ভারতকে গুটিয়ে দেয় নিউ জিল্যান্ড। এদিন ৮৭ রান তুলতেই হাতে থাকা ৬ উইকেট হারায় স্বাগতিকরা।
দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজাকে হারায় তারা। আগের দিনের ৫০ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই তিনি বোল্ড হয়ে যান সাউদির বলে ব্যাটের কানায় লেগে। দলে ফেরা ঋদ্ধিমান সাহাকে কট বিহাইন্ড করে দ্রুত সাজঘরে ফেরান সাউদি।
শ্রেয়াস ছিলেন আত্মবিশ্বাসী। ৭৫ রান নিয়ে দিন শুরু করা ডানহাতি এই ব্যাটসম্যান কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন ১৫৭ বলে। এরপর তাকেও বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি সাউদি। শ্রেয়াসের ১৩ চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংসটি শেষ হয় বাজে শটে কাভারে সহজ ক্যাচ দিয়ে।
এক ওভার পরই আবার দৃশ্যপটে সাউদি। এবার এই পেসারের শিকার আকসার প্যাটেল। কিপার টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন তিনি।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে দলের রান বাড়াতে থাকেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু লাঞ্চ বিরতির পরের ওভারেই তার ৩৮ রানের প্রতিরোধ ভাঙেন এজাজ প্যাটেল। অশ্বিনকে বোল্ড করার পর বাঁহাতি এই স্পিনার পরের ওভারে ইশান্ত শর্মাকে এলবিডব্লিউ করে ইতি টেনে দেন ভারতের ইনিংসের।
জবাব দিতে নেমে ল্যাথাম ও ইয়াং সাবধানী ব্যাটিংয়ে এগোতে থাকেন। উইকেটের খোঁজে ভারত অষ্টম ওভারেই আক্রমণে আনে অশ্বিনকে। কিন্তু স্পিন-পেস সব বোলারকেই দারুণভাবে সামাল দেন কিউই দুই ওপেনার।

সকালে দুর্দান্ত এক স্পেলে ভারতের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছেন টিম সাউদি। ছবি: আইসিসি।
ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা ইয়াং দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকেন ফিফটির দিকে। চা বিরতির পর টেস্টে দ্বিতীয় পঞ্চাশ তিনি স্পর্শ করেন ৮৮ বলে। ইনিংসের ৫৫তম ওভারে ল্যাথামের ফিফটি আসে ১৫৭ বলে।
এই দুইজনের প্রতিরোধ শেষ পর্যন্তও ভাঙতে পারেনি ভারত। নতুন সকালে ভালো কিছুর আশায় থাকবে স্বাগতিকরা। নিউ জিল্যান্ডের এভাবেই এগিয়ে যাওয়ার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৫৮/৪) ১১১.১ ওভারে ৩৪৫ (শ্রেয়াস ১০৫, জাদেজা ৫০, ঋদ্ধিমান ১, অশ্বিন ৩৮, আকসার ৩, উমেশ ১০*, ইশান্ত ০; সাউদি ২৭.৪-৬-৬৯-৫, জেমিসন ২৩.২-৬-৯১-৩, এজাজ ২৯.১-৭-৯০-২, সমারভিল ২৪-২-৬০-০, রাচিন ৭-১-২৮-০)।
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৭ ওভারে ১২৯/০ (ল্যাথাম ৫০*, ইয়াং ৭৫*; ইশান্ত ৬-৩-১০-০, উমেশ ১০-৩-২৬-০, অশ্বিন ১৭-১-৩৮-০, জাদেজা ১৪-৪-২৮-০, আকসার ১০-১-২৬-০)
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন