শ্রেয়াস-জাদেজার ব্যাটে বড় রানের পথে ভারত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2021 06:37 PM BdST Updated: 25 Nov 2021 06:37 PM BdST
-
পঞ্চম উইকেটে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন শেষ করেছেন শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজা। ছবি: বিসিসিআই।
টেস্টের আঙিনায় পা রেখেই আলো ছড়ালেন শ্রেয়াস আইয়ার। নিউ জিল্যান্ডের বিপক্ষে দলের প্রয়োজনে গড়লেন প্রতিরোধ। তাকে দারুণ সঙ্গ দিয়ে ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন রবীন্দ্র জাদেজা।
কানপুরে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। অভিষিক্ত শ্রেয়াস খেলছেন ৭৫ রানে। জাদেজা অপরাজিত আছেন ৫০ রান নিয়ে।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে আগের দিন উইকেট স্পিন সহায়ক হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। পিচ রিপোর্টের সময় ধারাভাষ্যকাররাও বললেন একই কথা। ম্যাচেও দেখা গেল, সময়ের সঙ্গে স্পিনারদের হয়ে কথা বলছে উইকেট।
তবে ভারতের চারটি উইকেটই নিয়েছেন নিউ জিল্যান্ডের পেসাররা। ৩ উইকেট কাইল জেমিসনের, টিম সাউদির একটি।
গ্রিন পার্কে বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন সকালে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। দলে ফেরা মায়াঙ্ক আগারওয়ালকে অষ্টম ওভারে ফিরিয়ে দেন জেমিসন। এই পেসারের লেংথ বলে দ্বিধান্বিত শট খেলে কিপারের গ্লাভসে ধরা পড়েন মায়াঙ্ক।
শুরুর ধাক্কা সামাল দেন শুবমান গিল ও চেতেশ্বর পুজারা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন শুবমান। আর পুজারা খেলতে থাকেন নিজের মতো করে। এই দুইজনের ব্যাটে আর কোনো বিপদ ছাড়া প্রথম সেশন কাটিয়ে দেয় ভারত।
উইকেটের খোঁজে থাকা নিউ জিল্যান্ডকে লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই সাফল্য এনে দেন জেমিসন। তার অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে যান শুবমান। ৮১ বলে ফিফটি করা ভারত ওপেনার থামেন ৫ চার ও এক ছক্কায় ৫২ রানে। ভাঙে ৬১ রানের জুটি।
পুজারাও এরপর টিকতে পারেননি বেশিক্ষণ। সাউদির দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতের ব্যাটিংয়ের স্তম্ভ কট বিহাইন্ড হয়ে যান ২৬ রান করে।
প্রথম টেস্ট খেলতে নামা শ্রেয়াসকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালান রাহানে। বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া এই ব্যাটসম্যান ব্যাট হাতে রাখতে পারেননি বড় অবদান। ভালো কিছুর আভাস দিয়ে জেমিসনের বলে বোল্ড হয়ে যান ৬ চারে ৩৫ রান করে।
ভালো অবস্থান থেকে ৬৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। বিপাকে পড়া দলের হাল ধরেন শ্রেয়াস ও জাদেজা। তাদের ব্যাটে বাড়তে থাকে রান।
দারুণ দৃঢ়তায় তারা কাটিয়ে দেন দিনের একটি সেশন। মোট ৩৪.৪ ওভার খেলে গড়েন ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি। ফিফটি তুলে নেন দুই জনই।
শ্রেয়াস পঞ্চাশ স্পর্শ করেন ৯৪ বলে। জাদেজার ফিফটি আসে ৯৯ বলে। বড় সংগ্রহের জন্য তাদের ব্যাটেই তাকিয়ে ভারত।
শেষ দিকে আলোকস্বল্পতায় ৮৪ ওভার শেষ হতেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫৮/৪ (মায়াঙ্ক ১৩, শুবমান ৫২, পুজারা ২৬, রাহানে ৩৫, শ্রেয়াস ৭৫*, জাদেজা ৫০*; সাউদি ১৬.৪-৩-৪৩-১, জেমিসন ১৫.২-৬-৪৭-৩, এজাজ ২১-৬-৭৮-০, সমারভিল ২৪-২-৬০-০, রাচিন ৭-১-২৮-০)।
-
মুশফিকের ৫ হাজার, লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ