করোনাভাইরাসে আক্রান্ত পেসার এনগিডি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2021 03:06 PM BdST Updated: 24 Nov 2021 03:06 PM BdST
দক্ষিণ আফ্রিকা শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লুঙ্গি এনগিডি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বুধবার নিশ্চিত করেছে এনগিডিকে না পাওয়ার বিষয়টি। এই পেসারের জায়গায় দলে নেওয়া হয়েছে জুনিয়র ডালাকে।
গত জুলাইয়ে হওয়া আয়ারল্যান্ড সিরিজের পর থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলতে পারেননি এনগিডি। সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ছিলেন না তিনি ব্যক্তিগত কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও খেলতে পারেননি কোনো ম্যাচ। এবার বাদ পড়লেন কোভিডের ছোবলে।
পেস বোলিং বিভাগের আরেকজন লিজাড উইলিয়ামসকেও এই সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। পেশির চোটে ভুগছেন তিনি। তার বদলি হিসেবে অবশ্য কাউকে দলে ডাকেনি দক্ষিণ আফ্রিকা।
এই প্রথম দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক সিরিজ খেলবে নেদারল্যান্ডস। সেঞ্চুরিয়নে প্রথম দুই ম্যাচ আগামী শুক্রবার ও রোববার। ১ ডিসেম্বর শেষ ম্যাচটি হবে জোহানেসবার্গে। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
দক্ষিণ আফ্রিকা দল:
কেশভ মহারাজ (অধিনায়ক), ডারিন ডুপাভিলন, জুবাইর হামজা, রিজা হেনড্রিকস, সিসান্ডা মাগালা,
ইয়ানেমান মালান, ডেভিড মিলার, জুনিয়র ডালা, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকওয়ায়ো,
ওয়েইন পারনেল, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, কাইল ভেরেইনা, খায়া জন্ডো।
-
বাংলাদেশে ম্যাথিউস প্রথম, ৯৯ ও ১৯৯ রানেও তিনি একমাত্র
-
শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
-
ম্যাথিউস ১৯৯, শ্রীলঙ্কা ৩৯৭
-
ছেলের মুখ দেখে আইপিএলে ফিরলেন হেটমায়ার
-
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার