২০০৫ সালে ১৮ বছর ১৭ দিন বয়সে লর্ডস-এ টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের।
সোমবার সকালে বিবৃতিতে পিসিবি জানায়, সন্তানের অসুস্থতার কারণে শেষ ম্যাচের আগেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন মালিক। টেনিস তারকা স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে দুবাইয়েই থাকেন এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি শুরুর সোমবার দুপুর ২টায়।
সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে রান আউট হন মালিক, পরের ম্যাচে ব্যাটিং পাননি। সেদিন ২ ওভার বোলিং করলেও ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
প্রথম দুই ম্যাচই জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তবে মালিক টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন অনেক আগেই।