হেলমেটে বল লেগে হাসপাতালে অভিষিক্ত সোলোজানো

টেস্ট ক্রিকেটে পা রাখার দিনেই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হলো জেরেমি সোলোজানোর। হেলমেটে বলের আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 09:21 AM
Updated : 21 Nov 2021, 09:22 AM

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার গলে শুরু হওয়া ক্যারিবিয়ানদের প্রথম টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির আগে ঘটে এই অঘটন।

টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের ২৪তম ওভারে শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সোলোজানো। রোস্টন চেইস ওভারের চতুর্থ বলটি করেন শর্ট। দিমুথ করুনারত্নের পুল শটে বল সোলোজানোর হেলমেটে আঘাত করে, কপালের ওপর।

কয়েক মিনিটের জন্য মাটিয়ে শুয়ে থাকেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, অ্যাম্বুলেন্সে কলম্বোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

প্রথম শ্রেণিতে ৪০ ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে সোলোজানোর। দুই সেঞ্চুরি ও ৮ ফিফটিতে রান করেছেন এক হাজার ৬৮৬।