এত সমর্থন, মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে: ফখর

ভিন দেশে এসে একেবারে নিজ দেশের স্বাদই পাচ্ছে পাকিস্তান দল। গ্যালারিতে যে তাদের জন্য সমর্থনের অভাব নেই! তাদের নামে গর্জন উঠছে মিরপুরের গ্যালারিতে। পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান এতটাই অভিভূত যে তার মনে হচ্ছে, নিজেদের দেশেই খেলছেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2021, 06:27 PM
Updated : 20 Nov 2021, 06:52 PM

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতেই মিরপুরে দেখা গেছে পাকিস্তানের হয়ে অকুণ্ঠ সমর্থন। প্রথম ম্যাচের আগে বাংলাদেশের টিম বাস মাঠে ঢোকার সময় দুয়ো দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকে। তাদের অনেকেই আবার বিপুল হর্ষধ্বনিতে স্বাগত জানায় পাকিস্তানের টিম বাসকে।

গ্যালারিতে পাকিস্তানের জার্সি গায়ে ও পতাকা হাতে উল্লাস করতে দেখা গেছে অনেক দর্শককে। তাদের মধ্যে কিছু পাকিস্তানি যেমন আছেন, তেমনি বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমের সাক্ষাৎকারে ফুটে উঠেছে, বাংলাদেশের অনেকেও গলা ফাটিয়েছেন পাকিস্তানের হয়ে।

পাকিস্তানের ক্রিকেটারদের চার-ছক্কা কিংবা উইকেট নেওয়া, এমনকি পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পর বিপুল গর্জন শোনা গেছে গ্যালারিতে। স্বাগতিক দেশের বিপক্ষে সফরকারী দলের হয়ে এমন সমর্থন গোটা বিশ্বেই বিরল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা হওয়া ফখর বললেন, তাদের কাছে অবিশ্বাস্য লাগছে এমন সমর্থন।

“আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না (এত সমর্থন)। কারণ, ২০১৮ সালেও আমি এখানে এসেছিলাম, এত দর্শককে দেখিনি পাকিস্তানকে সমর্থন করতে। যত লোক আসছে, আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না… মনে হচ্ছে, পাকিস্তানেই খেলা হচ্ছে।”

“আমরাও যদি কোনো উইকেট নেই, কোনো ভালো শট খেলি, আমাদেরও তেমনই সমর্থন মিলছে, যতটা সমর্থন বাংলাদেশের ক্রিকেটারদের মিলছে। এমনকি বাংলাদেশের দর্শকও আমাদের সমর্থন করছে। দারুণ খুশির ব্যাপারও এটি।”