আইপিএলে খেলা নিয়ে রহস্য রেখে দিলেন ধোনি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021 09:07 PM BdST Updated: 21 Nov 2021 12:32 AM BdST
-
আইপিএলের শিরোপা হাতে মহেন্দ্র সিং ধোনি। ছবি: বিসিসিআই।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি কেবল খেলছেন আইপিএলে। তবে টুর্নামেন্টটির আগামী আসরে মাঠে নামবেন কি-না, নিশ্চিত নন ভারতের সাবেক এই অধিনায়ক। এ নিয়ে ভাবার এখনও অনেক সময় আছে বলে মনে করেন এই কিপার-ব্যাটসম্যান।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতার গত আসরেই শেষের আভাস দিয়েছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংস অধিনায়ক নিজেই বলেছিলেন, আগামী আসরে তার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার কথা।
চেন্নাইয়ের কর্তারা অবশ্য নানা সময়ই বলেছেন, ধোনি যতদিন চান, এই ফ্র্যাঞ্চাইজিতে রাখা হবে তাকে। তবে ব্যাট হাতে তার কার্যকারিতা অনেক কমে গেছে। গত দুই মৌসুমে রান করতে পারেননি প্রত্যাশা অনুযায়ী।
যদিও নেতৃত্বে ধোনি আগের মতোই কার্যকর। তার অধিনায়কত্বে সবশেষ আসরেও শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। এ নিয়ে আইপিএলের চতুর্থ শিরোপা উঠল তাদের হাতে।
একের পর এক সাফল্য এনে দেওয়া ধোনিকে তাই স্বাভাবিকভাবে আগামী আসরেও চাইবে দলটি। তবে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ৪০ বছর বয়সী এই ক্রিকেটার বললেন, এখনই সামনের পথচলা নিয়ে ভাবতে চান না তিনি।
“আমি এটা (আইপিএলে অংশ নেওয়া) নিয়ে চিন্তা করব। এখনও অনেক সময় আছে। এখন কেবল নভেম্বর। ২০২২ আইপিএল হবে এপ্রিলে।”
গত দুই বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে কেবল আইপিএলই খেলছেন ধোনি। ২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলার এক বছরের বেশি সময় পর ২০২০ সালের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’