‘পেইনকে নেতৃত্ব দেওয়া ভুল বার্তা ছিল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021 06:21 PM BdST Updated: 20 Nov 2021 06:21 PM BdST
-
টিম পেইন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।
নারী সহকর্মীর সঙ্গে টিম পেইনের ‘যৌন হেনস্থার’ ঘটনা ক্রিকেট অস্ট্রেলিয়ার ভিন্নভাবে সামলানো উচিত ছিল বলে মনে করছেন বোর্ডের বর্তমান চেয়ারম্যান রিচার্ড ফ্রেয়ডেনস্টাইন। তার মতে, এমন কাণ্ডের পরও পেইনকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব দেওয়া ছিল সবার জন্যই ভুল বার্তা।
২০১৭ সালে এক নারী সহকর্মীকে অশ্লীল বার্তা ও ছবি পাঠানোর দায়ে ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করেছিল পেইনের বিরুদ্ধে। তখন অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাওয়া তো বহুদূর, দলেও ফিরতে পারেননি তিনি। তদন্তে অবশ্য দায়মুক্তি পেয়েছিলেন পেইন।
সাত বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর ওই বছরই পেইন দলে ফেরেন। স্টিভেন স্মিথদের বল টেম্পারিং বিতর্কের পর ২০১৮ সালে পেয়ে যান নেতৃত্ব।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলকে থিতুও করেন তিনি। আসছে অ্যাশেজের জন্য তার নেতৃত্বেই কদিন আগে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
চার বছর আগের সেই বিতর্কিত ঘটনা সম্প্রতি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদমাধ্যমে এই বিতর্ক নাম পেয়ে গেছে ‘সেক্সটিং স্ক্যান্ডাল’। তারই জেরে শুক্রবার নিজের শহর হোবার্টে কান্নাজড়িত কণ্ঠে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন পেইন।
অতীতের সেই ঘটনা ও তার প্রেক্ষিতে পেইনের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে শনিবার নিজেদের অবস্থান জানাল অস্ট্রেলিয়া বোর্ড। সিএ প্রধান ফ্রেয়ডেনস্টাইন বললেন, চার বছর আগে এখনকার বোর্ড দায়িত্বে থাকলে তারা পেইনকে নিয়ে ভিন্ন সিদ্ধান্তই নিতেন।
“২০১৮ সালে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে আমি কথা বলতে পারি না। তবে আমি যেটা বলতে পারি, এই ধরনের পরিস্থিতিতে এবং প্রাসঙ্গিক সব তথ্য পাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া আজকের দিনে একই সিদ্ধান্ত (পেইনকে অধিনায়কত্ব দেওয়া) নিত না।”
“আমি মনে করি, সিদ্ধান্তটি খেলাধুলায়, সম্প্রদায় ও টিমের (পেইন) কাছে স্পষ্টভাবে ভুল বার্তা পাঠিয়েছে যে, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য এবং এর কোনো গুরুতর পরিণতি নেই।”
২০১৯ সালে অস্ট্রেলিয়া বোর্ডে যোগ দেন ফ্রেয়ডেনস্টাইন। চলতি বছর পান চেয়ারম্যানের দায়িত্ব। তার দাবি, বিষয়টি নিস্পত্তি হয়ে গেছে বলেই ধরে নিয়েছিলেন তিনি। তাই পেইনকে নিয়ে আরও আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তার বোর্ডের।
পেইনের নেতৃত্ব ছাড়াকে সঠিক সিদ্ধান্তই মনে করছেন তিনি। একই সঙ্গে এই কিপার-ব্যাটসম্যানকে অ্যাশেজে একজন ক্রিকেটার হিসেবেও দেখতে আপত্তি নেই তার।
“অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের মানদণ্ড হতে হয় খুব উঁচুতে। তাই আমি মনে করি, টিম পেইনের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উপযুক্ত সিদ্ধান্ত, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের জন্য।”
“তাকে একজন খেলোয়াড় হিসেবে পেয়ে স্বাচ্ছন্দ্যই বোধ করছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের