হাসান আলিকে আইসিসির তিরস্কার

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন হাসান আলি। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ডানহাতি এই পেসারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2021, 09:20 AM
Updated : 20 Nov 2021, 09:20 AM

বিশ্বকাপের বাজে সময়কে পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন হাসান। ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন তিনিই। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ম্যাচে নিজের তৃতীয় ওভারে ওই কাণ্ড ঘটান হাসান। ইনিংসের সপ্তদশ ওভার করতে এসে তিনি কট বিহাইন্ড করে ফেরান নুরুল হাসান সোহানকে। এরপর হাতের ইশারায় বাংলাদেশ কিপার-ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে বলেন তিনি। এর জন্যই পেলেন শাস্তি।

তিরস্কারের সঙ্গে হাসানের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে যা তার প্রথম।

ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে নিজের ভুল স্বীকার করে নেন হাসান। তাতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে পাকিস্তান।