‘সাইফের টেকনিক খুব ভালো’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2021 08:45 PM BdST Updated: 19 Nov 2021 10:45 PM BdST
সাইফ হাসানকে নিয়ে সাদা পোশাকের শঙ্কা এখন সংক্রমিত রঙিনেও। তার টেকনিক কি টিকে থাকার মতো? মাহমুদউল্লাহ যদিও সাইফের টেকনিক ভালো বলেই মনে করেন। এই ওপেনার ঘুরে দাঁড়াতে পারবে বলেই আশা বাংলাদেশ অধিনায়কের।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই সাইফের টেকনিক ও টেম্পারমেন্ট বেশ ভালো বলেই মনে করা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর তার টেকনিকের ঘাটতি ফুটে উঠেছে প্রবল হয়ে।
বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ৫টি টেস্ট খেলেছেন সাইফ। ৯ ইনিংস খেলে ফিফটি নেই একটিও, ব্যাটিং গড় কেবল ১৪.১১। পরিসংখ্যানই শুধু নয়, তার ব্যাটিং প্রদর্শনীও ছিল বেশির ভাগ সময় খুব বাজে। অফ স্টাম্পের বাইরে তিনি ভীষণ নড়বড়ে, পায়ের কাজ বড্ড দুর্বল। ওই ম্যাচগুলিতে তার ঘাটতির জায়গা পড়ে নিতে খুব একটা সময় লাগেনি বোলারদের।
সেই সাইফকে এবার নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে। যেখানে ক্রিকেট ব্যাকরণের টেকনিক খুব একটা জরুরি কিংবা গুরুত্বপূর্ণ নয়। তবে অভিষেক টি-টোয়েন্টিতে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে যেভাবে ব্যাট করলেন, তাতে টেকনিকের ঘাটতি প্রকাশ্য হলো এখানেও। উইকেটে স্বল্প উপস্থিতিও ছিল অস্বস্তিতে ভরা। শেষ পর্যন্ত অফ স্টাম্পের বেশ বাইরের বলে দৃষ্টিকটুভাবে স্লিপে ধরা পড়লেন ৮ বলে ১ রান করে।
তার টেকনিক নিয়ে পুরনো প্রশ্ন তাই নতুন করে উঠল। অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য টেকনিকের প্রসঙ্গ পাত্তাই দিলেন না।
“টেকনিকের বিষয়ে আমি খুব একটা বলতে পারব না। কারণ আমার কাছে মনে হয়, সাইফের টেকনিক খুব ভালো। আজকে ওর প্রথম ম্যাচ, যে কারও খারাপ হতেই পারে। আমার মনে হয়, সে ঘুরে দাঁড়াতে পারবে।”
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস