কোহলিকে ছাড়িয়ে গাপটিলের রেকর্ড

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি। এই সুযোগে তার একটি রেকর্ড নিজের করে নিলেন মার্টিন গাপটিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন এই কিউই ওপেনারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2021, 02:35 PM
Updated : 19 Nov 2021, 02:35 PM

কোহলিকে ছাড়িয়ে যেতে রাঁচিতে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে গাপটিলের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম ওভারেই তা করে ফেলেন ডানহাতি ব্যাটসম্যান।

পেসার ভুবনেশ্বর কুমারের প্রথম দুই বলে দুটি চার মেরে এগিয়ে যান গাপটিল। চতুর্থ বলে আউট হতে পারতেন তিনি। মিফ অফ থেকে অনেকটা পেছনে দৌড়ে ক্যাচ ফেলেন লোকেশ রাহুল। শেষ বলে আরেকটি বাউন্ডারিতে হয়ে যায় গাপটিলের রেকর্ড।

ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। আউট হয়ে যান ১৫ বলে ৩১ রান করে।

২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০৭ ইনিংসে গাপটিলের রান এখন ৩ হাজার ২৪৮। ৮৭ ইনিংসে ৩ হাজার ২২৭ রান নিয়ে দুইয়ে নেমে গেছেন বিশ্বকাপ শেষে এই সংস্করণে ভারতের নেতৃত্ব ছেড়ে দেওয়া কোহলি।

১০৯ ইনিংসে ৩ হাজার ৮৬ রান করে তালিকায় তিনে আছেন নিউ জিল্যান্ড সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা।

তিন হাজার রান নেই আর কারও। ২ হাজার ৬০৮ রান করে চারে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ।