দর্শকে ঠাসা গ্যালারির সামনে ভারত-নিউ জিল্যান্ড লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2021 09:10 PM BdST Updated: 18 Nov 2021 09:26 PM BdST
লম্বা সময় পর ঘরের মাঠে দর্শকে পূর্ণ গ্যালারির সামনে খেলতে নামবে ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্টেডিয়ামের ধারণক্ষমতার পুরোটা ঠাসা থাকতে পারে দর্শকে।
রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে শুক্রবার মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে গ্যালারির শতভাগ দর্শকে পূর্ণ করার অনুমতি পেয়েছে তারা।
জেএসসিএ-এর সচিব সঞ্জয় সাহায় আশা করছেন, ঠাসা গ্যালারিতে হবে ম্যাচটি। তবে সরকারের কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, কেবল দুইটা টিকা দেওয়া ও ৪৮ ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসাদেরই মাঠে ঢোকার অনুমতি মিলবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সঞ্জয় বলেন, সবকিছু নিয়ম মেনেই করা হবে।
“ধারণ ক্ষমতার পুরোটার (দর্শক প্রবেশের) জন্য অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আমরা ভারতে লম্বা সময় পর গ্যালারি ঠাসা দেখব। খাওয়ার ব্যবস্থাও থাকবে। সবকিছু আগের মতো স্বাভাবিক হবে।”
করোনাভাইরাসের প্রকোপে এতদিন স্টেডিয়ামে একটি নির্দিষ্ট পরিমাণ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতো। তবে বদলে যাওয়া পরিস্থিতিতে রাঁচির এই স্টেডিয়ামে ধারণক্ষমতার ৩৯ হাজার দর্শকই ঢুকতে পারবে।
যেখানে টিকেটের সর্বনিম্ন মূল্য ৯০০ রুপি থেকে সর্বোচ্চ ৯ হাজার রুপি পর্যন্ত। এরই মধ্যে সব টিকেটই অনলাইনে বিক্রি হয়ে গেছে।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার