রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে শুক্রবার মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে গ্যালারির শতভাগ দর্শকে পূর্ণ করার অনুমতি পেয়েছে তারা।
জেএসসিএ-এর সচিব সঞ্জয় সাহায় আশা করছেন, ঠাসা গ্যালারিতে হবে ম্যাচটি। তবে সরকারের কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, কেবল দুইটা টিকা দেওয়া ও ৪৮ ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসাদেরই মাঠে ঢোকার অনুমতি মিলবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সঞ্জয় বলেন, সবকিছু নিয়ম মেনেই করা হবে।
“ধারণ ক্ষমতার পুরোটার (দর্শক প্রবেশের) জন্য অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আমরা ভারতে লম্বা সময় পর গ্যালারি ঠাসা দেখব। খাওয়ার ব্যবস্থাও থাকবে। সবকিছু আগের মতো স্বাভাবিক হবে।”
করোনাভাইরাসের প্রকোপে এতদিন স্টেডিয়ামে একটি নির্দিষ্ট পরিমাণ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতো। তবে বদলে যাওয়া পরিস্থিতিতে রাঁচির এই স্টেডিয়ামে ধারণক্ষমতার ৩৯ হাজার দর্শকই ঢুকতে পারবে।
যেখানে টিকেটের সর্বনিম্ন মূল্য ৯০০ রুপি থেকে সর্বোচ্চ ৯ হাজার রুপি পর্যন্ত। এরই মধ্যে সব টিকেটই অনলাইনে বিক্রি হয়ে গেছে।