বরিশালের স্পিনে ৮৭ রানেই শেষ মেট্রো

ম্যাচের দ্বিতীয় বলেই নেই উইকেট! পরের ওভারে আরেকটি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারল না ঢাকা মেট্রো। স্পিনারদের নৈপুণ্যে তাদের অল্প রানে গুটিয়ে দিল বরিশাল বিভাগ। ফজলে মাহমুদ ও সালমান হোসেনের ব্যাটে প্রথম ইনিংসে তারা নিল লিড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2021, 02:30 PM
Updated : 14 Nov 2021, 02:50 PM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিন রোববার দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে। দিন শেষে বরিশালের রান ২ উইকেটে ১৩৬। ৪৯ রানে এগিয়ে আছে তারা।

ফিফটি করে ১৬৩ বলে ৬৫ রানে খেলছেন অধিনায়ক ফজলে মাহমুদ। সালমান অপরাজিত আছেন ১২৮ বলে ৪৭ রান করে।

মেট্রোকে একশর নিচে থামিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন ইসলামুল আহসান। ১৩ ওভারে ৫টি মেডেন দিয়ে মাত্র ১৯ রানে ৪ উইকেট নেন এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনার মনির হোসেন ১৫ রানে নেন ৩টি। পেসার রুয়েল মিয়ার প্রাপ্তি ২টি।

মেট্রোর ইনিংসের প্রায় অর্ধেক রান আসে একজনের ব্যাট থেকে। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৩ বলে ৭টি চারে ৪০ রান করেন ওপেনার জাহিদুজ্জামান। দুই অঙ্কে যেতে পারেননি আর কেউ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উইকেটে ঘাসের ছোঁয়া আছে কিছুটা। তবে একশর নিচে গুটিয়ে যাওয়ার মতো কঠিন নয় মোটেও।

টস জিতে ব্যাটিংয়ে নামে মেট্রো। বরিশালকে প্রথম সাফল্য এনে দেন পেসার রুয়েল। দ্বিতীয় বলে তার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন আনিসুল ইসলাম ইমন।

পরের ওভারে মিডিয়াম পেসার সালমান হোসেনের লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুনিম শাহরিয়ার। ১২ রানে মেট্রো হারায় ২ উইকেট।

তৃতীয় উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন জাহিদুজ্জামান ও শামসুর রহমান। ৪২ রানের জুটি ভাঙে কিপার শামসুল ইসলামের অসাধারণ ক্যাচে। ইসলামুলের বল শামসুরের ব্যাট ছুঁয়ে লেগ স্লিপ ফিল্ডারের হাত ছুঁয়ে ওপরে উঠে যায়। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে বল গ্লাভসবন্দি করেন শামসুল।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম সেশনেই গুটিয়ে যায় মেট্রো। ইসলামুলকে কাট করার চেষ্টায় কিপারকে ক্যাচ দিয়ে শেষ হয় জাহিদুজ্জামানের ইনিংসটি। ২৩ রানে শেষ ৫ উইকেট হারায় দলটি।

জবাবে বরিশালের ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়নি। ১৯ রানের মধ্যেই তারা হারায় দুই ওপেনার আবু সায়েম ও মোহাম্মদ আশরাফুলকে।

পেসার একেএস স্বাধীনকে পুল করার চেষ্টায় সায়েমের ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে। শরিফুল্লাহর অফ স্পিনে এলবিডব্লিউ হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল।

দিনের বাকিটা সময় কাটিয়ে দেন ফজলে মাহমুদ ও সালমান। বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ ফিফটি করেন ১০১ বলে। তৃতীয় উইকেটে ২৮২ বলে ১১৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন।

পঞ্চম রাউন্ডের প্রথম দিন বৃষ্টির কারণে প্রথম স্তরের দুই ম্যাচের একটিতেও মাঠে বল গড়ায়নি। সম্ভব হয়নি টসও।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩০.১ ওভারে ৮৭ (আনিসুল ০, জাহিদুজ্জামান ৪০, মুনিম ৯, শামসুর ৮, আল-আমিন ৪, রায়ান ৪, শরিফুল্লাহ ৩, আবু হায়দার ২, স্বাধীন ৮, আসিফ ৬*, শাহবাজ ০; রুয়েল ৫-১-১৯-২, সালমান ২-০-১৫-১, ইসলামুল ১৩-৫-১৯-৪, সোহাগ ৩-০-১৮-০, মনির ৬.১-১-১৫-৩, মইন ১-১-০-০)

বরিশাল বিভাগ ১ম ইনিংস: ৫৩.১ ওভারে ১৩৬/২ (সায়েম ৭, আশরাফুল ৩, ফজলে মাহমুদ ৬৫*, সালমান ৪৭*; আবু হায়দার ১০-২-১৮-০, স্বাধীন ৯-০-৩৭-১, শরিফুল্লাহ ১৮-৭-৩০-১, শাহবাজ ৬-০-১৯-০, আসিফ ১০-৩-১৯-০, রায়ান ০.১-০-১-০)।