একই সময়ে নিউ জিল্যান্ড ও পাকিস্তানে খেলবে অস্ট্রেলিয়ার দুই দল

আলাদা দুটি দল নিয়ে একই সময়ে দুই দেশে সফর অস্ট্রেলিয়ার জন্য নতুন নয়। আবার সেই পথে হেঁটে একসঙ্গে দুটি সিরিজ খেলতে যাচ্ছে তারা। আগামী মার্চে পাকিস্তান সফর চলাকালে নিউ জিল্যান্ডে খেলবে তাদের আরেকটি দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2021, 01:06 PM
Updated : 12 Nov 2021, 01:06 PM

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দল আগামী মার্চে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ১৭, ১৮ ও ২০ মার্চ হবে ম্যাচ তিনটি। প্রথম দুই ম্যাচ ওয়েলিংটনে, পরেরটি নেপিয়ারে।

ওই সময়ই দুই যুগ পর অস্ট্রেলিয়া দল খেলবে পাকিস্তানের মাটিতে। আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এরপর রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ, লাহোর টেস্ট ২১ মার্চ। তিন ওয়ানডের প্রথমটি হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।

পাকিস্তানে টেস্ট সিরিজ চলাকালে নিউ জিল্যান্ড সিরিজ হওয়ায় অস্ট্রেলিয়া অনেক তারকা ক্রিকেটারকে কিউইদের বিপক্ষে পাবে না। এই নিয়ে টানা দুই বছর এমনটি হতে যাচ্ছে।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের দলে থাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। পরে যদিও দক্ষিণ আফ্রিকা সফরটি স্থগিত হয়েছিল করোনাভাইরাস শঙ্কায়।

২০১৮ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যখন ছিল টেস্ট দল, সে সময়ও ওয়ার্নারের নেতৃত্বে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি দল পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে এটা অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের আপাতত মনোযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। আগামী রোববার তাসমান সাগর পাড়ের দুই দেশ মুখোমুখি হতে যাচ্ছে প্রথমবারের মতো এই সংস্করণের বৈশ্বিক শিরোপা ঘরে তোলার লড়াইয়ে।