আবারও ব্যর্থ ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2021 08:45 PM BdST Updated: 25 Oct 2021 08:45 PM BdST
-
ইমরুল কায়েস। ফাইল ছবি
প্রথম দিন অনেকটা সময় উইকেটে কাটিয়েও খেলতে পারেননি বড় ইনিংস। ইমরুল কায়েস দ্বিতীয় ইনিংসে টিকলেন কেবল চার বল। শুরুর বিপর্যয় সামলে মোহাম্মদ মিঠুন ও তুষার ইমরানের ব্যাটে সিলেট বিভাগকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে খুলনা বিভাগ।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম স্তরের এই ম্যাচে প্রথম দিন খুলনাকে ১৯৬ রানে থামানো সিলেট দ্বিতীয় দিনে অলআউট হয় ১৭২ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ৪৬। ৭ উইকেট হাতে রেখে ৭০ রানে এগিয়ে আছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৩ উইকেটে ৩০ রান নিয়ে সোমবার ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। দিনের শুরুতে তারা হারায় তানজিম হাসান সাকিবকে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। প্রথম দিন ১২ রানে অপরাজিত থাকা জাকির হাসান থামেন ৩৪ রানে। অলক কাপালি যেতে পারেননি দুই অঙ্কে।
একটা পর্যায়ে ১১৬ রানেই ৮ উইকেট হারানো দলটি ১৭২ পর্যন্ত যেতে পারে কিপার জাকের আলি ও বোলার রেজাউর রহমানের ব্যাটে।
১২৭ বলে একটি করে চার-ছক্কায় ৪০ রান করেন জাকের। ১০ নম্বরে নেমে ৭৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন রেজাউর।
খুলনার পেসার আল আমিন হোসেন ও অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ নেন ৩টি করে উইকেট।
২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে খুলনার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ১৩ রানের মধ্যেই তারা হারায় ৩ উইকেট।
ইবাদত হোসেনের বলে প্রথম ইনিংসে ফিফটি করা এনামুল হক বিজয় হন বোল্ড। আর প্রথম দিন ৩১ রান করা ইমরুলকে কট বিহাইন্ড করার পর রবিউল ইসলাম রবিকে এলবিডব্লিউ করে দেন তানজিম। মাঝে ইবাদতের শর্ট বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমরানউজ্জমান।
দিনের বাকি সময়ে আর বিপদ হতে দেননি মিঠুন ও তুষার। অধিনায়ক মিঠুন ২৩ বলে ২২ ও তুষার ৩৪ বলে ১১ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে দুই অঙ্কে যেতে পারেননি দুজনের কেউই।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ ১ম ইনিংস: ১৯৬
সিলেট বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ৩০/৩) ৯০.১ ওভারে ১৭২ (জাকির ৩৪, তানজিম ১, কাপালি ৫, জাকের ৪০, শাহানুর ১০, এনামুল জুনিয়র ২৩, রেজাউর ৩৯, ইবাদত ২*; আল আমিন ১৮-৫-৪৬-৩, মিরাজ ৩৪-৮-৫৯-৩, জিয়াউর ১৩-৪-১৮-১, রবি ২-১-৫-০, রায়হান ১৭.১-৪-৩২-২, নাহিদুল ৬-০-১২-০)
খুলনা বিভাগ ২য় ইনিংস: ১৪ ওভারে ৪৬/৩ (ইমরানউজ্জামান রিটায়ার্ড হার্ট, এনামুল ০, ইমরুল ৪, রবি ৩, মিঠুন ২২*, তুষার ১১*; তানজিম ৬-০-২০-২, ইবাদত ২.৪-০-৬-১, রেজাউর ২.২-০-১৩-০, এনামুল জুনিয়র ১-০-২-০)।
মাহিদুলের ফিফটি
প্রথম স্তরের আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম দিন আব্দুল মজিদ ও সাইফ হাসানের সেঞ্চুরির পর দ্বিতীয় দিন মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ।
প্রথম ইনিংসে দলটি করেছে ৩৯৪ রান। দিন শেষে রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ৯৬। এখনও ২৯৮ রানে পিছিয়ে আছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ঢাকা। আগের দিনের ১০২ রানের সঙ্গে সাইফ যোগ করতে পারেন কেবল ৫। ১৯৫ বলে ৮ চার ও ২ ছক্কায় সাজানো ১০৭ রানের ইনিংসটি।
ইনিংস বড় করতে পারেননি তাইবুর রহমান (২০)। শুভাগত হোম ও নাদিফ চৌধুরি যেতে পারেননি দুই অঙ্কে। আট নম্বরে নেমে ৯৯ বলে ৪ ছক্কা ও একটি চারে ৫১ রান করেন তরুণ কিপার-ব্যাটসম্যান মাহিদুল।
রংপুরের হয়ে পেসার মুকিদুল ইসলাম নেন সর্বোচ্চ ৩ উইকেট।
জবাবে দ্বিতীয় ওভারেই জাহিদ জাবেদকে হারায় রংপুর। মাহমুদুল হাসানকে (৩৫ বলে ১৮) বেশিক্ষণ টিকতে দেননি নাজমুল ইসলাম অপু। মাইশুকুর ৮৪ বলে করেন ২৪। তখন ৫৫ রানে নেই ৩ উইকেট।
দিনের বাকিটা কাটিয়ে দেন দুই অভিজ্ঞ নাঈম ইসলাম ও নাসির হোসেন। নাঈম ১০২ বলে ৩২ ও নাসির ৭৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ২৯১/৩) ১২৭.৫ ওভারে ৩৯৪ (সাইফ ১০৭, তাইবুর ২০, শুভাগত ৫, নাদিফ ৭, মাহিদুল ৫১, সুমন ১২, নাজমুল ১১, এনামুল ০*; মুকিদুল ২১.৫-১-৭৭-৩, রবিউল ১৮-৫-৪৪-১, আরিফুল ৮-১-২২-০, সোহরাওয়ার্দী ৩০-৪-১০৬-২, মাহমুদুল ৭-১-৩৩-১, জাবেদ ৩-০-৩-০, তানবীর ১৮-২-৫৭-১, নাসির ২২-৫-৪১-২)
রংপুর বিভাগ ১ম ইনিংস: ৫০ ওভারে ৯৬/৩ (মাইশুকুর ২৪, জাবেদ ৪, মাহমুদুল ১৮, নাঈম ৩২*, নাসির ১৬*; সুমন ১০-৪-১৫-০, এনামুল ৯-৩-২৮-১, নাজমূল ১১-০-৩১-১, শুভাগত ১৪-৭-১৪-১, তাইবুর ৪-০-১-৩, আইফ ২-০-৩-০)
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’