স্পিনারদের ম্যাচে ২ দিনেই বরিশালের জয়

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজত্ব করলেন স্পিনাররা। তাদের দাপটে যেন অসহায় আত্মসমর্পন করলেন দুই দলের ব্যাটসম্যানরা। দুই দিনেই শেষ হয়ে যাওয়া ম্যাচে স্বাগতিক দলকে হারিয়ে দিল বরিশাল বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 12:13 PM
Updated : 25 Oct 2021, 12:14 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সোমবার ৭৮ রানে জিতেছে বরিশাল।

দ্বিতীয় ইনিংসে তাদের ১৩৯ রানে গুটিয়ে দেয় চট্টগ্রাম। কিন্তু প্রথম ইনিংস শেষে ৫৯ রানে পিছিয়ে থাকায় দলটির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৯। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জয়ের আশাও জাগাতে পারেনি চট্টগ্রাম। তাদের ১২০ রানে গুঁড়িয়ে দেয় বরিশাল।

স্পিন সহায়ক উইকেটে দুই দিনেই পড়েছে সমান ২০টি করে উইকেট, যার ৩৭টি স্পিনারদের শিকার। 

দ্বিতীয় ইনিংসে দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা বরিশালের শুরুটা হয় আত্মবিশ্বাসী। প্রথম ওভারেই নাঈম হাসানকে ২ চার মারেন মোহাম্মদ আশরাফুল। পরের ওভারে হাসান মুরাদকে ছক্কায় ওড়ান মইনুল ইসলাম।

এরপরই খেই হারিয়ে ফেলেন তারা। নাঈমের বলে এলবিডব্লিউ হয়ে যান মইনুল। কয়েক ওভার পর মুরাদের বলে বোল্ড আশরাফুল।

বরিশালের ব্যাটিংয়েও নামে ধস। ফজলে মাহমুদ রাব্বিকে ফিরিয়ে দেওয়ার পর নাঈম এক ওভারে বোল্ড করেন সালমান হোসেন ও সোহাগ গাজীকে।

দলটি শেষ দিকে দ্রুত কিছু রান পায় মনির হোসেন ও কামরুল ইসলাম রাব্বির ব্যাটে। দুটি করে ছক্কা-চারে ২৬ বলে ৩০ করা মনিরকে ফিরিয়ে নাঈম পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের নবম ৫ উইকেট। ৩ ছক্কা ও এক চারে ২৬ করে অপরাজিত থাকেন কামরুল।

দুই ইনিংস মিলিয়ে অফ স্পিনার নাঈমের শিকার ৯টি। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর এবার চারটি নিলেন বাঁহাতি স্পিনার মুরাদ।

রান তাড়া করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসানকে হারায় চট্টগ্রাম। আশরাফুলের অফ স্পিনে শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন তিনি শূন্য রানে।

দলের হাল ধরার চেষ্টায় ব্যর্থ হন তাসামুল হক। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক পাওয়া ইয়াসির আলি চৌধুরি এবার খেলেন ৫ বল, তবে খুলতে পারেননি রানের খাতা।

শাহাদাত হোসেনকে নিয়ে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন পারভেজ হোসেন। তার ৪৬ রানের লড়াই থামে আশরাফুলের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর আর বেশিক্ষণ টেকেনি চট্টগ্রামের ইনিংস।

বরিশালের ৪ বোলার মিলে নেন ৯ উইকেট; সর্বোচ্চ তিনটি নেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মনির। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

দুটি করে প্রাপ্তি আশরাফুল, সোহাগ ও কামরুলের। আর একটি উইকেট এসেছে রান আউটে।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ১৪৬

চট্টগ্রাম ১ম ইনিংস: ৮৭

বরিশাল ২য় ইনিংস: ৩৬ ওভারে ১৩৯ (আশরাফুল ১৭, মইনুল ৭, ফজলে রাব্বি ১০, সালমান ৫, রাফসান ১৪, সোহাগ ০, শামসুল ৮, মইন ৭, মনির ৩০, কামরুল ২৬*, রুয়েল ১; নাঈম ১৬-৪-৭৪-৫, মুরাদ ১৭-৭-৪০-৪, তাসামুল ২-০-৭-১, রানা ১-০-৪-০)।

চট্টগ্রাম ২য় ইনিংস: ৫০ ওভারে ১২০ (মাহমুদুল ০, পারভেজ ৪৬, তাসামুল ১১, ইয়াসির ০, ইরফান ৪, শাহাদাত ১৭, সাদিকুর ১, রানা ১৪, নাঈম ২০*, মুরাদ ৪, নোমান ০; মনির ১৭-২-৩৩-৩, আশরাফুল ১১-২-২১-২, সোহাগ ১৭-১-৪২-২, মইন ২-০-১২-০, কামরুল ৩-০-৮-২)।

ফল: বরিশাল বিভাগ ৭৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মনির হোসেন।