সাদমানের ব্যাটে রান, তানভিরের ৬ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021 09:06 PM BdST Updated: 17 Oct 2021 09:06 PM BdST
-
৬ উইকেট নিয়ে আলো ছড়ালেন তরুণ বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর দিনে বাংলাদেশে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগের নতুন আসর। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান টুর্নামেন্ট এবার আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতির মঞ্চ। সেখানে শুরুটা ভালোই হলো সাদমান ইসলামের। ফিফটি করলেন টেস্ট দলের বাঁহাতি এই ওপেনার। ৬ উইকেট নিয়ে আলো ছড়ালেন তরুণ বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিন শেষে বরিশাল বিভাগের রান ১ উইকেটে ৬। শূন্য রানে ফিরেছেন মইনুল ইসলাম। ৬ রানে খেলছেন মোহাম্মদ আশরাফুল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো।
নিজের মতো করে খেলে ১৪৫ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৫ রান করেন সাদমান।
মেট্রোর ১০ উইকেট ভাগ করে নেন তানভির ও কামরুল ইসলাম রাব্বি। তানভির ৭৮ রানে নেন ৬ উইকেট। রাব্বি ৪ উইকেট নেন ৪৩ রানে। ৮২.৫ ওভার বোলিং করতে ৮ বোলার ব্যবহার করেন বরিশাল অধিনায়ক ফজলে মাহমুদ।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই রাকিন আহমেদকে হারায় মেট্রো। তরুণ ওপেনারকে কট বিহাইন্ড করে শিকার শুরু করেন তানভির। সাদমান ইসলামের সঙ্গে শামসুর রহমানের জমে যাওয়া জুটি ভাঙেন রাব্বি। শামসুরের পর এই পেসার শূন্য রানে বিদায় করেন মার্শাল আইয়ুবকে।
আল আমিনকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সাদমান। তিন বলের মধ্যে এই দুই জনকে ফিরিয়ে বরিশালকে ভালো অবস্থানে নিয়ে যান তানভির। ৭ চার ও ১ ছক্কায় ১৪৫ বলে ৭৫ রান করেন সাদমান। ৫২ বলে ১৫ রান করেন আল আমিন।
রাব্বির বলে জাহিদউজ্জামান ও শহিদুল ইসলাম দ্রুত ফিরলে মেট্রোর বিপদ আরও বাড়ে। ১৪১ রানে ৭ উইকেট হারানো দলটি এরপরই পায় ইনিংসে নিজেদের সেরা জুটি। অষ্টম উইকেটে আবু হায়দারের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন শরিফউল্লাহ।
৩৮ রান করা আবু হায়দারকে বোল্ড করে এই জুটি ভাঙেন তানভির। এক বল পর মানিক খানকে বোল্ড করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নেন তিনি।
এরপর বেশিদূর এগোয়নি মেট্রোর ইনিংস। ৭ চারে ১০১ বলে ৫৯ রান করা শরিফউল্লাহ ফিরিয়ে তাদের ইনিংস গুটিয়ে দেন তানভির।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৩৯/ (সাদমান ৭৫, রাকিন ৯, শামসুর ২৬, মার্শাল ০, আল আমিন ১৫, জাহিদ ৪, শরিফউল্লাহ ৫৯, শহিদুল ২, আবু হায়দার ৩৮, মানিক ৬, রকিবুল ২*; রাব্বি ১৮-৫-৪৩-৪, রুয়েল ১১-২-৩৩-০, তানভির ২৯.৫-৮-৭৮-৬, সোহাগ ৮-০-২৬-০, মনির ৯-০-১৫-০, আশরাফুল ৩-০-১৭-০, মইন ২-০-১১-০, সালমান ২-০-১৪-০)
বরিশাল ১ম ইনিংস: ৩ ওভারে ৬/১ (মইনুল ০, আশরাফুল ৬*; শরিফউল্লাহ ২-২-০-১, রকিবুল ১-০-৬-০)
-
জুটি গড়ার চেষ্টায় মুশফিক-লিটন
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ