ধোনির শেষের ঝড়ে ফাইনালে চেন্নাই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 12:00 AM BdST Updated: 11 Oct 2021 01:23 AM BdST
-
-
পৃথ্বী শর ব্যাটে একটি শট। ছবি: আইপিএল
-
ফিফটির পর রুতুরাজ গায়কোয়াড়। ছবি: আইপিএল
রবিন উথাপা ও রুতুরাজ গায়কোয়াড়ের ঝড়ো ফিফটির পরও হার চোখ রাঙাচ্ছিল চেন্নাই সুপার কিংসকে। বারবার রঙ পাল্টানো ম্যাচে শেষ ওভারে পার্থক্য গড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম কোয়ালিফায়ারে ধোনির দল জিতেছে ৪ উইকেটে। ১৭৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২ বল বাকি থাকতে।
টম কারানের করা শেষ ওভারে পরপর তিনটি চারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি। চেন্নাই অধিনায়ক ৬ বলে খেলেন অপরাজিত ১৮ রানের ছোট্ট ঝড়ো ইনিংস।
দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে রুতুরাজ এবার করেন ৫০ বলে ৭০ রান। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। উথাপা ৪৪ বলে করেন ৬৩।
দিল্লির প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে পৃথ্বী শ ছাড়া বলার মতো কিছু করতে পারেননি আর কেউ। ৩৪ বলে ৩ ছক্কা ৭ চারে তিনি খেলেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস।
পাঁচ নম্বরে নেমে ৩৫ বলে ২ ছক্কা ও ৩ চারে ৫১ রানে অপরাজিত থাকেন রিশাভ পান্ত। ২৪ বলে ৩ চার ও একটি ছক্কায় ৩৭ রানের ইনিংস উপহার দেন শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে দুজন যোগ করেন ৮৩ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পৃথ্বীর ব্যাটেই উড়ন্ত সূচনা পায় দিল্লি। তরুণ ব্যাটসম্যান তৃতীয় ওভারে দিপক চাহারের পাঁচ বলের মধ্যে মারেন চারটি বাউন্ডারি। পঞ্চম ওভারে দুটি ছক্কায় ওড়ান শার্দুল ঠাকুরকে। ওই ওভারে ৪২ রানে তার ক্যাচ নিতে পারেননি ধোনি।

এরপরই পান্ত ও হেটমায়ারের ওই জুটি। তাদের ব্যাটে দেড়শ ছাড়ানো পুঁজি পায় দিল্লি।
রান তাড়ায় প্রথম ওভারে দারুণ এক ডেলিভারিতে ফাফ দু প্লেসির স্টাম্প এলোমেলো করে দেন আনরিক নরকিয়া।
মুখোমুখি প্রথম বলে দারুণ শটে চার মেরে রানের খাতা খোলেন উথাপা। পাওয়ার প্লের শেষ ওভারে ঝড় বয়ে যায় আভেশ খানের ওপর দিয়ে। তার পাঁচ বলের মধ্যে উথাপা মারেন দুটি করে চার ও ছক্কা। ফিফটি তুলে নেন তিনি ৩৫ বলে।
শেষ ৭ ওভারে ৯ উইকেট হাতে রেখে চেন্নাইয়ের দরকার ছিল ৬২ রান। ম্যাচ নাটকীয় মোড় নেয় কারানের পরের ওভারে। বাউন্ডারিতে শ্রেয়াস আইয়ারের অসাধারণ এক ক্যাচে বিদায় নেন উথাপা। শেষ বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন শার্দুল। পরের ওভারে রান আউটে বিদায় নেন আম্বাতি রায়ডুও।
৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে রুতুরাজ এগিয়ে নিচ্ছিলেন দলকে। তার ৫ চার ও ২ ছক্কায় ৭০ রানের ঝড় থামান আভেশ।

ফিফটির পর রুতুরাজ গায়কোয়াড়। ছবি: আইপিএল
শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে প্রথম বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন মইন আলি। পরের দুই বলে ধোনির ব্যাট থেকে আসে দুটি বাউন্ডারি। এরপর কারান দেন ওয়াইড। আবার চার মেরে জয় নিশ্চিত করেন ধোনি।
এবার এমনিতে ব্যাটে রান পাচ্ছিলেন না ধোনি। তার মধ্যে প্রাথমিক পর্বে এই দিল্লির বিপক্ষেই তার ২৭ বলে ১৮ রানের ইনিংস আলোচনার খোরাক জোগায় প্রচুর। তবে এবার তিনি আরও একবার প্রমাণ করলেন তার কার্যকারিতা। ক্রিকেটার হিসেবে এবারই শেষ আইপিএল, এমন আভাস দেওয়া চেন্নাই অধিনায়কই শেষ পর্যন্ত দলকে নিলেন ফাইনালে।
এই নিয়ে আইপিএলে ১২ আসরে অংশ নিয়ে ৯ বারই ফাইনালে উঠল চেন্নাই, প্রতিবারই ধোনির নেতৃত্বে। তিনবারের চ্যাম্পিয়ন দলটি মাঝে দুই আসরে ছিল না নিষেধাজ্ঞার কারণে।
ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে দিল্লি। সোমবার এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৭২/৫ (পৃথ্বী ৬০, ধাওয়ান ৭, শ্রেয়াস ১, আকসার ১, পান্ত ৫১, হেটমায়ার ৩৭, টম কারান ০*; দিপক চাহার ৩-০-২৬-০, হেইজেলউড ৪-০-২৯-২, শার্দুল ৩-০-৩৬-০, জাদেজা ৩-০-২৩-১, মইন ৪-০-২৭-১, ব্রাভো ৩-০-৩১-১)
চেন্নাই সুপার কিংস: ১৯.৪ ওভারে ১৭৩/৬ (রুতুরাজ ৭০, দু প্লেসি ১, উথাপা ৬৩, শার্দুল ০, রায়ডু ১, মইন ১৬, ধোনি ১৮*, জাদেজা ০*; নরকিয়া ৪-০-৩১-১, আভেশ ৪-০-৪৭-১, রাবাদা ৩-০-২৩-০, আকসার ৩-০-২৩-০, টম কারান ৩.৪-০-২৯-৩, অশ্বিন ২-০১৯-০)
ফল: চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রুতুরাজ গায়কোয়াড়।
-
মিরপুর টেস্টেও মিরাজকে পাচ্ছে না বাংলাদেশ
-
ধনাঞ্জয়াকে ফেরালেন সাকিব
-
আবার মাঠের বাইরে শরিফুল
-
‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
ফারজানা-নিগারের ব্যাটে রূপালী ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর