বিশ্বকাপ প্রস্তুতির পথে লঙ্কানদের আরেক জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2021 01:48 AM BdST Updated: 10 Oct 2021 01:48 AM BdST
-
ফাইল ছবি
ঝড়ো ফিফটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন আকিব ইলিয়াস। বোলাররা জাগালেন জয়ের আশা। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না ওমান। ভানুকা রাজাপাকসে ও চামিকা করুনারত্নের তাণ্ডবে জয় তুলে নিল শ্রীলঙ্কা।
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে লঙ্কানরা। ১৬০ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা ১৫ বল বাকি থাকতে। প্রথম ম্যাচে দলটি জিতেছিল ১৯ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমানের হয়ে আকিব ছাড়া আর কেউ ২২ পার করতে পারেননি। ৩৮ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৫৯ রান করেন তিনি।
ভালো শুরু পর মাঝে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাজাপাকসে ও চামিকা।
আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর মাঠে শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামা ওমান তৃতীয় ওভারেই হারায় উইকেট। বিনুরা ফার্নান্দোকে প্যাডল খেলার চেষ্টায় বোল্ড হয়ে যান জাতিন্দার সিং।
দুই ছক্কা ও একটি চারে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে থামেন আরেক ওপেনার কাশ্যপ প্রজাপতি (১৯ বলে ২২)। আকিলা দনাঞ্জয়াকে পরপর দুই ছক্কা হাঁকিয়ে মাহিশ থিকশানার বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক জিসান মাকসুদ।
আকিবের ব্যাটে এগিয়ে যায় ওমান। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলেন দারুণ কিছু শট। ৩৩ বলে তুলে নেন ফিফটি। তাকে থামান চামিকা। এরপর দ্রুতই আরও তিন ব্যাটসম্যানকে হারায় ওমান। শেষ দিকে তাই ঝড় তুলতে পারেনি তারা।
২০ রানে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার লাথিরু কুমারা। চামিকাও নেন ২ উইকেট, তবে রান দেন ৩৯।
প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ এর তেতো স্বাদ পাওয়া দিনেশ চান্দিমাল এবার রান তাড়ায় প্রথম ওভারে কলিমউল্লাহকে বাউন্ডারি মারার পর বিশাল ছক্কায় ওড়ান ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। তৃতীয় ওভারে ছক্কা মারেন ফায়াজ বাটকে। পরের বলে একই চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন তিনি (৮ বলে ১৮)।
তিনে নেমে টেকেননি চারিথ আসালাঙ্কা। থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি পাথুম নিশানকা (২৯ বলে ২৬)। তাকে এলবিডব্লিউ করেন কলিমউল্লাহ।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় লঙ্কানরা। তিন বলের মধ্যে আভিশকা ফার্নান্দো ও দাসুন শানাকাকে বিদায় করেন মোহাম্মদ নাদিম। প্রথম ম্যাচে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলা আভিশকা এবার ১৮ বলে ৩ ছক্কায় করেন ৩৩।
তখন ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা। সেখান থেকেই রাজাপাকসে ও চামিকার ওই জুটি। ২১ বলে ৩ ছক্কায় ৩৫ রান করেন রাজাপাকসে। কলিমউল্লাহকে ছক্কায় ম্যাচ শেষ করেন চামিকা। ২৬ বলে ৩ ছক্কায় তিনিও করেন ৩৫।
সংক্ষিপ্ত স্কোর:
ওমান: ২০ ওভারে ১৫৯/৮ (জাতিন্দার ৫, প্রজাপতি ২২, আকিব ৫৯, জিশান ১৬, আয়ান ২০, নাসিম ৬, সন্দীপ ১২, নাদিম ০, ফায়াজ ৩*, কলিমউল্লাহ ১*; বিনুরা ফার্নান্দো ২-০-৯-১, কুমারা ৪-১-২০-২, থিকশানা ৪-০-২৪-১, চামিকা ৪-০-৩৯-২, দনাঞ্জয়া ২-০-৩৩-০, শানাকা ৩-০-২৪-১)
শ্রীলঙ্কা: ১৭.৩ ওভারে ১৬৩/৫ (নিশানকা ২৬, চান্দিমাল ১৮, আসালঙ্কা ৫, আভিশকা ৩৩, রাজাপাকসে ৩৫*, শানাকা ০, চামিকা ৩৫*; কলিমউল্লাহ ৩.৩-০-৩১-১, বিলাল ৩-০-২৫-০, ফায়াজ ৩-০-৩০-১, জিশান ৪-০-৩৮-১, আয়ান ১-০-১৩-০, নাদিম ৩-১-২২-২)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
-
ধনাঞ্জয়াকে ফেরালেন সাকিব
-
মিরপুর টেস্টেও মিরাজকে পাচ্ছে না বাংলাদেশ
-
আবার মাঠের বাইরে শরিফুল
-
‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
ফারজানা-নিগারের ব্যাটে রূপালী ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর