রোহিতের ৪০০ ছক্কা

লেগ স্পিনার শ্রেয়াস গোপালকে সুইপ করে ফাইন লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠালেন রোহিত শর্মা। সঙ্গে গড়লেন দারুণ এক কীর্তি। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হাঁকালেন ৪০০ ছক্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 05:44 PM
Updated : 5 Oct 2021, 05:44 PM

মাইলফলক ছুঁতে মঙ্গলবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রোহিতের প্রয়োজন ছিল ২ ছক্কা। শারজাহতে রান তাড়ায় প্রথম ওভারে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের মাথার ওপর দিয়ে ছক্কা মেরে এগিয়ে যান মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।

এরপর তৃতীয় ওভারে গোপালকে ওই ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। পরের ওভারেই অবশ্য আউট হয়ে যান তিনি, ১৩ বলে ২২ রান করে।

২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইলের। ৪৪০ ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ছক্কা ১ হাজার ৪২টি!

৮০০ ছক্কাও নেই আর কারও। ৫০২ ইনিংসে ৭৫৮ ছক্কা নিয়ে দুইয়ে আছেন গেইলের স্বদেশী কাইরন পোলার্ড। ৩২৫ ইনিংসে ৫১০ ছক্কা মেরে তিনে আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের, ৩৩৫ ইনিংসে ৪৬৭টি অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৩১৭ ইনিংসে ছক্কা ৪৩৪টি। ৩১৯ ইনিংসে ৩৯৯টি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের।

রোহিতের ৪০০ ছক্কা ৩৪২ ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ডানহাতি এই ব্যাটসম্যান আছেন দুইয়ে, ১০৩ ইনিংসে ১৩৩টি। ৯৮ ইনিংসে ১৪৭ ছক্কা মেরে চূড়ায় নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল।