গেইলকে ছাড়িয়ে ৭ হাজারে দ্রুততম বাবর

৬ হাজারে বাবর আজম ছিলেন দেশের দ্রুততম। পরের হাজারে তিনি ছাড়িয়ে গেলেন বিশ্বের সবাইকে। সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 06:47 AM
Updated : 4 Oct 2021, 06:47 AM

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে রোববার সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৫৯ রানের অপরাজিত ইনিংসের পথে এই রেকর্ডে নাম লেখান বাবর।

১৮৭ ইনিংস খেলে ৭ হাজার টি-টোয়েন্টি রান হলো বাবরের। ১৯২ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে আগের রেকর্ড ছিল টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইলের।

এছাড়া ২১২ ইনিংসে ৭ হাজার করেন বিরাট কোহলি, ২২২ ইনিংসে অ্যারন ফিঞ্চ, ২২৩ ইনিংসে ডেভিড ওয়ার্নার।

৬ হাজার ছুঁতে বাবরের লেগেছিল ১৬৫ ইনিংস। ১৬২ ইনিংস খেলে ৬ হাজার করে সেখানে দ্রুততম গেইল।

টি-টোয়েন্টিতে ৬টি সেঞ্চুরিও হয়ে গেছে বাবরের। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখনই উঠে এসেছে চারে।

অথচ একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের কার্যকারিতা ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু নিজের শক্তির জায়গা অটুট রেখে নান্দনিক ব্যাটিং ও ক্রিকেটীয় শটের ভরসাতেই এই সংস্করণে দারুণ সাফল্যের পথ বের করে নিয়েছেন তিনি।