গেইলকে ছাড়িয়ে ৭ হাজারে দ্রুততম বাবর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2021 12:47 PM BdST Updated: 04 Oct 2021 12:47 PM BdST
৬ হাজারে বাবর আজম ছিলেন দেশের দ্রুততম। পরের হাজারে তিনি ছাড়িয়ে গেলেন বিশ্বের সবাইকে। সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে রোববার সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৫৯ রানের অপরাজিত ইনিংসের পথে এই রেকর্ডে নাম লেখান বাবর।
১৮৭ ইনিংস খেলে ৭ হাজার টি-টোয়েন্টি রান হলো বাবরের। ১৯২ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে আগের রেকর্ড ছিল টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইলের।
এছাড়া ২১২ ইনিংসে ৭ হাজার করেন বিরাট কোহলি, ২২২ ইনিংসে অ্যারন ফিঞ্চ, ২২৩ ইনিংসে ডেভিড ওয়ার্নার।
৬ হাজার ছুঁতে বাবরের লেগেছিল ১৬৫ ইনিংস। ১৬২ ইনিংস খেলে ৬ হাজার করে সেখানে দ্রুততম গেইল।
টি-টোয়েন্টিতে ৬টি সেঞ্চুরিও হয়ে গেছে বাবরের। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখনই উঠে এসেছে চারে।
অথচ একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের কার্যকারিতা ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু নিজের শক্তির জায়গা অটুট রেখে নান্দনিক ব্যাটিং ও ক্রিকেটীয় শটের ভরসাতেই এই সংস্করণে দারুণ সাফল্যের পথ বের করে নিয়েছেন তিনি।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার