রাহুলকে নেতাই মনে হয় না জাদেজার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2021 12:26 PM BdST Updated: 04 Oct 2021 12:26 PM BdST
-
লোকেশ রাহুল। ছবি: আইপিএল।
-
সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।
আইপিএলে পাঞ্জাব কিংসের (আগের কিংস ইলেভেন পাঞ্জাব) নেতৃত্বে দ্বিতীয় মৌসুম চলছে লোকেশ রাহুলের। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বে বিরাট কোহলির উত্তরসূরীর আলোচনায়ও তিনি আছেন প্রবলভাবে। কিন্তু অধিনায়ক হিসেবে রাহুলকে খুব একটা যোগ্য মনে করেন না অজয় জাদেজা। পাঞ্জাব অধিনায়কের মধ্যে নেতৃত্বগুণের তেমন কিছু চোখে পড়ে না সাবেক ভারতীয় ক্রিকেটারের।
চলতি আইপিএলে রান সংগ্রহের তালিকায় সবার ওপরে এখন রাহুল। তবে প্লে অফের আগেই বাদ পড়ার দুয়ারে তার দল পাঞ্জাব। আসরে বেশ কয়েকটি ম্যাচ খুব ভালো অবস্থানে থেকেও হেরে গেছে তারা। বিশেষ করে, চাপের মুহূর্তে দল ভেঙে পড়েছে বারবার।
আইপিএলের গত আসরেও সবচেয়ে বেশি রান করেছিলেন রাহুল। কিন্তু তার দল পাঞ্জাব পয়েন্ট তালিকায় ছিল শেষ থেকে তৃতীয়।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে আলাপচারিতায় জাদেজা বললেন, পাঞ্জাবের দায়িত্বে দুই মৌসুমেও অধিনায়ক হিসেবে নিজের কোনো ছাপ রাখতে পারেননি রাহুল।
“রাহুলের দিকে যদি তাকান, সে দুই বছর ধরে দলের (পাঞ্জাবের) অধিনায়ক। আমার কখনোই মনে হয় না, সে একজন নেতা। এই দলটা ভালো সময় কাটাক বা খারাপ, কখনোই তাকে আলাদা করে বোঝা যায় না।”

সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।
“কাউকে ভারতের অধিনায়ক করা হয় তার দর্শন ও ব্যক্তিত্ব দিয়ে। কারণ, তাকে নেতা হতে হবে। রাহুলের মধ্যে আমি এখনও তা দেখিনি। কারণ, সে মৃদুভাষী ও সবকিছুই মেনে নেয়। সে কখনও অধিনায়ক হলে, অবশ্যই অনেক দিন টিকে থাকবে। কারণ, যে লোক সবকিছু মেনে নেয়, সে এই জায়গায় টিকে থাকতে পারে।”
“কিন্তু নেতৃত্বের কিছু গুণাবলী আছে। আমি তার ধরন বা দর্শনের সঙ্গে একমত হই বা না হই, ভারতের অধিনায়কের অন্তত কিছু একটা দর্শন থাকা উচিত। কারণ, আইপিএল দল ও ভারতীয় দলের অধিনায়কত্বের মধ্যে ফারাক অনেক।”
অনেকদিন ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা ও ভারপ্রাপ্ত দায়িত্বে ১৩ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া জাদেজা মনে করেন, সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না রাহুল।
“ব্যক্তিগতভাবে আমি তাকে জানি না। তবে তার ভিন্ন একটা ধরনও দেখা যায়, বিশেষ করে মাঠে, এমএস ধোনির মতো স্থিরতা আছে তার। ভালো কিছুও তাই আছে তার। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, নেতা হয়ে উঠতে হবে। লোকে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক করবে। কিন্তু রাহুলের ক্ষেত্রে এমনকি আইপিএল দলেও তা হয় না। কারণ সে নিজে কোনো দায়িত্ব নেয়নি, অন্যদেরকে দল চালানোর সুযোগ দিয়েছে।”
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’