আয়ারল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আবু ধাবিতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে আবু ধাবিতে। তবে বিশ্বকাপের ভেন্যু শেখ জায়েদ স্টেডিয়ামে নয়, প্রস্তুতির ম্যাচ দুটি হবে নবনির্মিত আবু ধাবি ক্রিকেট ওভাল ১ ও ২ নম্বর মাঠে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 11:49 AM
Updated : 28 Sept 2021, 11:49 AM

আগামী ১২ অক্টোবর ওভাল-২ মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ১৪ অক্টোবর ওভাল-১ মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

শেখ জায়েদ স্টেডিয়ামের ওপর চাপ কমাতে ঠিক পাশেই এই মাঠ দুটি তৈরি করেছে আবু ধাবি ক্রিকেট। ইংল্যান্ডের কাউন্টি মাঠগুলো ও ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের মডেলে এই মাঠ দুটি বানানো হয়েছে। গ্যালারিতে রাখা হয়েছে সবুজ ঘাসের গালিচা। খেলা দেখতে পারেন ১২ হাজারের মতো দর্শক।

এই দুটি ম্যাচ ছাড়াও বাংলাদেশ আন-অফিসিয়াল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৮ অক্টোবর, ওমানে।

বিশ্বকাপ অভিযানে আগামী রোববার ঢাকা ছাড়বে মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ। যাওয়ার আগে দুই দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। ওমানে যাওয়ার পর রুম কোয়ারেন্টিন এক দিনের। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে আগামী মঙ্গলবার থেকে ওভালে অনুশীলন করতে পারবে দল।

তিন দিন অনুশীলনের পর ওমানে প্রস্তুতি ম্যাচ। এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে এক দিন হবে অনুশীলন। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর।

এবার এক দিন অনুশীলনের পরই শুরু বিশ্বকাপের লড়াই। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে, ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে। প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দল। এই দফায়ও একদিনের কোয়ারেন্টিন শেষে শুরু অনুশীলন পর্ব।