মিরপুরে পাওয়া চোটে পাকিস্তান সিরিজ শেষ ব্লান্ডেলের

বাংলাদেশ থেকে বয়ে নেওয়া চোট এখনও ভোগাচ্ছে টম ব্লান্ডেলকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই খেলতে পারছেন না নিউ জিল্যান্ডের এই কিপার-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 05:34 AM
Updated : 16 Sept 2021, 05:34 AM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত ৮ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে এই চোট পান ব্লান্ডেল। ওই চোটের কারণে তিনি খেলতে পারেননি সিরিজের শেষ ম্যাচটি। সেরে উঠতে পারলেন না পাকিস্তানে গিয়েও।

নিউ জিল্যান্ডের ফিজিও নিশিল শাহ জানান, সামনের ব্যস্ত সূচির দিকে তাকিয়ে ব্লান্ডেলকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছেন না তারা।

“বাংলাদেশে চোট পাওয়ার পর থেকেই টম (ব্লান্ডেল) কঠোর পরিশ্রম করছে। তবে যে অবস্থায় আমরা দেখতে চাই, চোট এখনও সেই অবস্থায় নেই। আমাদের তাই মনে হয়েছে, সামনের গ্রীষ্মের দিকে তাকিয়ে পুনবার্সনে মনোযোগ দেওয়াই তার জন্য সবচেয়ে ভালো।”

ব্লান্ডেলের বদলে ওয়ানডে দলে ড্যারিল মিচেলকে যোগ করেছে নিউ জিল্যান্ড। এমনিতে শুধু টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। এখন একটু আগেই অংশ হয়ে যাচ্ছেন স্কোয়াডের। দ্বিতীয় ওয়ানডে থেকে তাকে পাবে দল।

পাকিস্তানে নিউ জিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার।