ইয়র্কার ও বৈচিত্র নিয়ে ভাবছেন তাসকিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2021 08:33 PM BdST Updated: 15 Sep 2021 08:33 PM BdST
টেস্টে পারফরম্যান্স দুর্দান্ত, ওয়ানডেতেও ভালো। কোভিড বিরতির পর নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ে ভালোভাবেই ছুটছেন তাসকিন আহমেদ। তবে এই দফায় এখনও ধরতে পারেননি টি-টোয়েন্টির সুর। বিশ্বকাপেও কাজটা সহজ হবে না, জানেন তিনি। তার ভাবনায় তাই বোলিংয়ে আরও বৈচিত্র যোগ করা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে কেবল একটি ম্যাচেই খেলার সুযোগ পান তাসকিন। ওই ম্যাচে প্রথম স্পেলে দারুণ গতিময় ও আগ্রাসী বোলিং করে ২ ওভারে রান দেন কেবল ৭। তবে দ্বিতীয় স্পেলে ফিরে ২ ওভারে হজম করেন ২৭ রান।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি একটি ম্যাচেও। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে একটি টি-টোয়েন্টিতে ভালো বোলিং করে ৪ ওভারে রান দেন ২৮। পরের ম্যাচেই ২ ওভারে দেন ২৮। বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরেও দুটি টি-টোয়েন্টি খেলে তিনি ছিলেন খরুচে। এক ম্যাচে ৩.৫ ওভারে রান দিয়েছিলেন ৪৯, আরেকটিতে ২ ওভারে ২৪।
অন্যান্য সংস্করণে ভালো ছন্দে আছেন বলে তবু টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ঠাঁই পেয়ে গেছেন তিনি। বিসিবিতে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, বিশ্বকাপে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উইকেটের চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন তিনি।
“আসলে প্রস্তুতির জন্য আমরা ১০ দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও পাব, হয়তো তিনটার মতো। যে রকম কন্ডিশনই হোক, সেরকম পরিকল্পনার প্রয়োগ করতে হবে। যখন কাটার কম ধরে, ইয়র্কার বা লেংথ বলের প্রয়োগটা তখন অনেক গুরুত্বপূর্ণ হবে।”
“আইসিসি ইভেন্ট, অবশ্যই ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবে। চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য। তবে একই সময়ে প্রয়োগটা ভালোভাবে করতে পারলে, ভালো করার সুযোগও থাকবে।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলেও পরে ছিটকে যেতে হয় ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায়। দীর্ঘ বিরতির পর আবার বিশ্বকাপের মঞ্চে ফেরা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী পেসার।
“আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। খুবই রোমাঞ্চিত আমি। ওমানে এর আগে আমার কখনও খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে, আমি এখনও পর্যন্ত ম্যাচ খেলিনি। আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন হবে, যদি সুযোগ হয় (ম্যাচ খেলার)। আমি রোমাঞ্চিত, একই সময়ে চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে।”
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ প্রথম রাইন্ডের ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে, ১৭ অক্টোবর।
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’