মালিঙ্গার অবসরের দিনে তাকে ছাড়িয়ে শীর্ষে ভিসা

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় এমনিতেই ক্রিকেট বিশ্বে খবরের শিরোনামে ছিলেন লাসিথ মালিঙ্গা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তাকে আরেকবার মনে করালেন ডেভিড ভিসা। একটি রেকর্ডে মালিঙ্গাকে দুইয়ে ঠেলে সবার ওপরে উঠে গেলেন ভিসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 05:30 AM
Updated : 15 Sept 2021, 05:05 PM

সিপিএলের প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার সেন্ট লুসিয়া কিংসের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৩৯ রানে ৫ উইকেট নেন ভিসা।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে ৬ বার ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। সবচেয়ে বেশিবার ৫ উইকেটের রেকর্ডে এখন এককভাবে শীর্ষে এই পেস বোলিং অলরাউন্ডার।

৫ বার ৫ উইকেট নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা মালিঙ্গা নেমে গেলেন দুইয়ে।

২৮৯ ইনিংসে বল করে ৫ বার ৫ উইকেট মালিঙ্গার। ভিসা তাকে পেরিয়ে গেলেন ২২৫ ইনিংস বল করেই।

এই রেকর্ডে যৌথভাবে তিনে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ৩৩৪ ইনিংস বল করে ৪ বার ৫ উইকেট সাকিবের। আফ্রিদির ৪ বার হয়ে গেছে স্রেফ ৯০ ইনিংসেই।

দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের নামিবিয়া দলে জায়গা পাওয়া ভিসার জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকে সবদিক থেকেই। ম্যাচের প্রথম ভাগে ব্যাট হাতে খেলেন ২১ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস। তার দল সেন্ট লুসিয়া ২০ ওভারে করে ২০৫ রান।

পরে ৫ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হন তিনিই। ২১ রানের জয়ে সিপিএলের ফাইনালে ওঠে সেন্ট লুসিয়া।

বুধবারের ফাইনালে ভিসাদের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।