দ.আফ্রিকার রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2021 10:40 PM BdST Updated: 14 Sep 2021 11:34 PM BdST
-
অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। ছবি: আইসিসি।
নিয়ন্ত্রিত বোলিংয়ে সম্মিলিত চেষ্টায় শ্রীলঙ্কাকে অল্পতে আটকে রাখলেন বোলাররা। বলের সমান রান তাড়ায় দৃঢ় ব্যাটিংয়ে দলকে ঠিকানায় পৌঁছে দিলেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা।
কলম্বোয় মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় জয়।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে শ্রীলঙ্কা। ডি ককের ৫৯ ও হেনড্রিকসের ৫৬ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা তা ছুঁয়ে ফেলে ৩২ বল বাকি থাকতে।
এই দুইজনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার যেকোনো উইকেটেই সর্বোচ্চ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। শুরু দ্বিতীয় ওভারে। ২ চারে ১২ রান করে কাগিসো রাবাদাকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান আভিশকা ফার্নান্দো।
পরের ওভারে বিয়ন ফোরটানের বলে স্টাম্পড ধনাঞ্জয়া ডি সিলভা। ভানুকা রাজাপাকসেকে বোল্ড করে দেন রাবাদা। ২৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
বিপদে পড়া দলকে কিছুক্ষণ টানেন কুসল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। তবে লম্বা হয়নি তাদের প্রতিরোধ। এইডেন মারক্রামের বলে কাভারে ক্যাচ দিয়ে কামিন্দু মেন্ডিস ফিরলে ভাঙে ইনিংসে তাদের সর্বোচ্চ ৩৪ রানের জুটি।
পেরেরাকেও বড় ইনিংস খেলতে দেননি কেশভ মহারাজ। বাঁহাতি এই স্পিনার এলবিডব্লিউ করে দেন ৩৩ বলে ৩ চারে ৩৯ করা লঙ্কান ওপেনারকে। পরের দুই ওভারে ভানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু মাদুশঙ্কাকে হারায় স্বাগতিকরা। অধিনায়ক দাসুন শানাকাও পারেননি ভালো কিছু করতে।
শেষ দিকে চামিকা করুনারত্নের ২ ছক্কায় ১৯ বলে ২৪ রানের ইনিংসে মোটামুটি একটা পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।
রান তাড়ায় আত্মবিশ্বাসী শুরু করেন ডি কক ও হেনড্রিকস। পাওয়ার প্লেতেই তারা তুলে ফেলে ৪৬ রান। একই গতিতে রান বাড়াতে থাকেন দুইজন।
জুটি ভাঙার সুযোগ শ্রীলঙ্কার সামনে আসে দশম ওভারে। মাহিশ থিকশানাকে স্লগ সুইপ করে মিড উইকেটে তুলে দেন ৩৬ রানে থাকা ডি কক। চেষ্টা করেও বল হাতে জমাতে পারেননি ফিল্ডার। এক ওভার পর আরেকটি জীবন পান দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটসম্যান।
এরপর আর তাদের থামাতে পারেনি শ্রীলঙ্কা। ৪০ বলে ফিফটি তুলে নেন ডি কক। হেনড্রিকসের পঞ্চাশ আসে ৩৮ বলে।
৪২ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৬ করে অপরাজিত থাকেন হেনড্রিকস। ৭ চারে ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত ডি কক ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি হন সিরিজ সেরাও।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২০/৮ (পেরেরা ৩৯, আভিশকা ১২, ধনাঞ্জয়া ১, রাজাপাকসে ৫, কামিন্দু ১০, শানাকা ১৮, হাসারাঙ্গা ৪, মাদুশঙ্কা ১, চামিকা ২৪*, চামিরা ২*; ফোরটান ৪-০-২১-২, রাবাদা ৩-০-২৩-২, প্রিটোরিয়াস ২-০-১৯-০, শামসি ৪-০-২৭-০, মারক্রাম ২-০-৪-১, মহারাজ ৪-০-১-১৪-১, মুল্ডার ১-০-১১-১)।
দক্ষিণ আফ্রিকা: ১৪.৪ ওভারে ১২১/০ (হেনড্রিকস ৫৬*, ডি কক ৫৯*; থিকশানা ৪-০-২৮-০, হাসারাঙ্গা ৪-০-৩৫-০, কামিন্দু ৩-০-২২-০, চামিরা ১-০-৯-০, চামিকা ১.৪-০-১৩-০, শানাকা ১-০-১৪-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
ম্যান অব দা ম্যাচ: কুইন্টন ডি কক।
ম্যান অব দা সিরিজ: কুইন্টন ডি কক।
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার