আইচের সেঞ্চুরি ও নাইমুরের ৫ উইকেটে সিরিজ যুবাদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2021 06:12 PM BdST Updated: 14 Sep 2021 09:52 PM BdST
৬ রানে নেই ২ উইকেট, পথ হারাতে বসেছিল দল। কঠিন সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন আইচ মোল্লা। দারুণ সেঞ্চুরিতে বিপদে পড়া দলকে এনে দিলেন বড় সংগ্রহ। পরে নাইমুর রহমানের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ ঘরে তুলল বাংলাদেশের যুবারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় যুব ওয়ানডেতে ১২১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা তিন জয়ে তারা পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে ৩-০ ব্যবধানে।
টস জিতে আইচের ১০৮ রানের ইনিংসে বাংলাদেশ করে ৬ উইকেটে ২২২ রান। রান তাড়ায় মুখ থুবড়ে পরে সফরকারীরা, গুটিয়ে যায় কেবল ১০১ রানে।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পায় দুঃস্বপ্নের শুরু। দ্বিতীয় ওভারেই বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিলকে বোল্ড করে দেন ফয়সাল খান আহমাদজাই। খালিদ হাসানকে রানের খাতা খুলতে দেননি নাভিদ জাদরান।
দ্রুত ২ উইকেট হারানো দলের হাল ধরেন মফিজুল ইসলাম ও আইচ মোল্লা। কিন্তু রানের গতি বাড়াতে পারছিলেন না কেউ। ২৮তম ওভার পর্যন্ত খেলে গড়েন ৬১ রানের জুটি।
মন্থর ব্যাটিংয়ে ৯৩ বলে ২৭ রান করা মফিজুলকে ফেরান ইজাজ আহমাদ। ওই ওভারেই পরপর ৩ বলে দুই চার ও এক ছক্কায় রান কিছুটা বাড়িয়ে নেন আইচ।
পরে শহিদউল্লাহ হাসানিকেও ছক্কায় ওড়ান তিনি। ফিফটি স্পর্শ করেন তিনি ৭৪ বলে। তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক মেহরব হাসান। তাহজিবুল ইসলামও ফিরে যান দ্রুত।
আইচ দ্রুত রান তুলে এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন তিনি আহমাদজাইকে বাউন্ডারি মেরে, ১২৪ বলে। এই পেসারের পরের ওভারেই ফিরে যান ১৩০ বলে ১০৮ রান করে। ইনিংসে তার ৪ ছক্কার পাশে ৮টি চার। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

রান তাড়ায় আফগানিস্তান দুই ওপেনারকে হারিয়ে ফেলে ৩৬ রান তুলতেই। দুইজনই আরিফুল ইসলামের শিকার। এরপর কিছুটা লড়াই করেন বিলাল সায়েদি ও অধিনায়ক ইজাজ আহমাদ।
২২ রান করা বিলালকে এলবিডব্লিউ করে শিকার শুরু করেন নাইমুর। ইজাজ তার স্পিনে হয়ে যান বোল্ড। নাইমুরের পরপর দুই ওভারে স্টাম্পড হয়ে যান জাহিদউল্লাহ সালিমি ও আহমাদজাই।
এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি আফগানরা। তাদের শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউ পার করতে পারেননি ৫ রানও। ২ উইকেটে ৬৮ রান তোলা দল গুঁড়িয়ে যায় কেবল ১০১ রানে।
আগামী শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২২২/৬ (নাবিল ১, মফিজুল ২৭, খালিদ ০, আইচ ১০৮, মেহরব ৭, তাহজিবুল ১৮, মামুন ৩২*, আরিফুল ৪*; জাদরান ৯-১-৪৮-১, ফায়সাল ১০-১-৩৯-৩, হাসানি ১০-১-৫১-০, আহমাদজাই ৩-১-৪-০, নাভিদ ১০-১-২৫-১, কামরান ৭-০-৩১-০, ইজাজ ১-০-১৫-১)।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৩৯.৪ ওভারে ১০১ (বানুরি ৯, শাফি ১৮, বিলাল ২২, ইজাজ ২১, জাহিদউল্লাহ ১৩, আহমাদজাই ২, কামরান ৫, ফায়সাল ০, নাভিদ ১, হাসানি ৪, জাদরান ১*; মহিউদ্দিন ৬-০-১১-০, রিপন ৭-২-১৭-৩, মেহরব ৫-০-১৬-০, আরিফুল ১০-০-২৩-২, মামুন ৪-০-১৪-০, নাইমুর ৭.৪-১-১৭-৫)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২১ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ যুব দল।
ম্যান অব দা ম্যাচ: আইচ মোল্লা।
-
ম্যাথিউসের আরেকটি সেঞ্চুরি, অপেক্ষায় চান্দিমাল
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার