সহ-অধিনায়ক না থাকায় সমস্যা দেখছেন না সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021 08:34 PM BdST Updated: 12 Sep 2021 09:31 PM BdST
-
সাকিব যখন ছিলেন টেস্ট অধিনায়ক, মাহমুদউল্লাহ ছিলেন তার ডেপুটি। এখন কোনো সংস্করণেই নেই কোনো সহ-অধিনায়ক।
ক্রিকেট বিশ্বে একটি জায়গায় বাংলাদেশ এখন নিশ্চিতভাবেই আলাদা। তিন সংস্করণের একটিতেও নেই কোনো সহ-অধিনায়ক! দিনের পর দিন এভাবেই চলছে। তাতে খুব বড় সমস্যার কিছু দেখছেন না সাকিব আল হাসান। প্রয়োজন পড়লে কয়েকজন মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, জানালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সাকিব যখন ছিলেন দুই সংস্করণের অধিনায়ক, তখনই সবশেষ তিন সংস্করণে সহ-অধিনায়ক ছিল বাংলাদেশের। ২০১৭ সালের ১০ ডিসেম্বর মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে টেস্ট অধিনায়ক করা হয়, সহ-অধিনায়ক করা হয় মাহমুদউল্লাহকে। তখন টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিবের সহকারী ছিলেন তামিম ইকবাল। ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজার ডেপুটি ছিলেন সাকিব।
২০১৯ সালের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব মাঠের বাইরে যাওয়ার পর বদল আসে নেতৃত্বে। শূন্যতা তৈরি হয় সহ-অধিনায়কত্বে। এখনও তিন সংস্করণে কেবল অধিনায়কই আছেন।
তবে সাকিবের মতে, সহ-অধিনায়ক না থাকলেও নেতৃত্বের শূন্যতা তৈরি হয়নি। রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বললেন, এখানে দায় কেবল প্রথা মানার।
“যেহেতু এটা একটা ট্র্যাডিশন, হয়তো (সহ-অধিনায়ক) থাকলে ভালো হতো। নাই বলে যে খুব একটা সমস্যা, সেটা আমার কাছে কখনোই মনে হয় না। স্বাভাবিকভাবেই পাঁচ-ছয়জন আছে, যারা লিডারশিপ গ্রুপের অংশ, তাদের সবাই মিলেই যে কোনো ক্রাইসিস মোমেন্ট বা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সবার আলোচনার মাধ্যমেই হয়।”
“তাই খুব একটা সমম্যা হয় বলে আমার মনে হয় না। যখন কোনো ভাইস ক্যাপ্টেন থাকে, তখন যে খুব একটা বড় ভূমিকা রাখতে হয়, সেটা কিন্তু না। কিন্তু যেহেতু এটা একটা ট্র্যাডিশন ক্রিকেটের, সেদিক থেকে থাকতেই পারে।”
সম্প্রতি ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি কোনো সহ-অধিনায়ক। গত এপ্রিলে নিউ জিল্যান্ড সফরে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক মাহমুদউল্লাহ চোটের কারণে খেলতে না পারায় নেতৃত্ব দেন লিটন কুমার দাস। ওই সিরিজে ছিলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল, চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর রহিমও।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক