ভুল কম দেখে ভালোর দিকে তাকাতে বললেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021 07:13 PM BdST Updated: 12 Sep 2021 07:48 PM BdST
জয়ের ফুলের সঙ্গে আছে সংশয়ের কাঁটা। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে পরপর দুটি সিরিজ জয়ের তৃপ্তি পূর্ণতা পাচ্ছে না নানা প্রশ্নের ভীড়ে। তবে সাকিব আল হাসানের মতে, সংশয়ের কাঁটার আঘাতকে দূরে রেখে সাফল্যের সুবাসেই মগ্ন থাকা উচিত।
এই দুটি সিরিজ জয়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা দল উঠে এসেছে ছয়ে। তবে সংশয়গুলো মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিকে তাকিয়ে।
মন্থর ও টার্নিং উইকেটে খেলে বিশ্বকাপ প্রস্তুতি কতটা হলো, উঠছে প্রশ্ন। সিরিজ জিতলেও বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছে কিনা, এই সংস্করণে নিজেদের ঘাটতির জায়গাগুলি মেটাতে পেরেছি কিনা, সেসব প্রশ্নের উত্তরও খুব সুখকর নয়। বিশেষ করে নিউ জিল্যান্ডের খর্বশক্তির দলের বিপক্ষেও বাংলাদেশকে সিরিজ জিততে ভুগতে হয়েছে অনেক। একটু এদিক-সেদিক হলে কিউইরা সিরিজ জিততেও পারত।
সাকিবের চোখে অবশ্য এসব নেতিবাচক ভাবনা। রাজধানীর একটি হোটেলে রোববার একটি অনুষ্ঠানে সংশয়গুলো নিয়েই তিনি বললেন দৃষ্টিভঙ্গি বদলাতে।
“দেখুন, আপনি যদি ভুল ধরতে চান, যে কোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। তাই ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন, সেটা বুঝতে হবে।”
সাকিবের মতে, সম্মিলিত দলীয় পারফরম্যান্সেই এসেছে টানা এই সাফল্য।
“আমার কাছে মনে হয়, সব ক্রিকেটার কম-বেশি পারফরম্যান্স করছে এবং আমরা একটা দল হিসেবে খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।”
-
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার লিড
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড