সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় যুব ওয়ানডে ৩ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের ১০১ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে তারা ২৩.১ ওভারেই।
প্রতিপক্ষকে অল্পতে থামিয়ে দেওয়ার মূল কারিগর নাইমুর ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। বাঁহাতি এই স্পিনারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান নিয়মিত বিরতিতে হারায় উইকেট। দলটির হয়ে ২৫ রানও পার করতে পারেনি কেউ।
আফগান ইনিংসে প্রথম আঘাত রিপন মন্ডলের। সুলিমান সাফিকে ফিরিয়ে দেন তিনি কেবল ৩ রানে। গোলাম কিবরিয়া বোল্ড করে দেন ইশহাক জাজাইকে। নিজের পরের ওভারে এই পেসার ফেরান ইনিংসে সর্বোচ্চ ২৫ রান করা সাবাউন বানুরিকে।
এক ওভারে জোড়া উইকেট নিয়ে শিকার ধরা শুরু করেন নাইমুর। অধিনায়ক ইজাজ আহমাদকে ফেরানোর পর আল্লাহ্ নুরকে এলবিডব্লিউ করে দেন এই বাঁহাতি স্পিনার। এরপর দলটির রান একশ পার হয় কামরান হোটাকের ব্যাটে। ১৮ রান অপরাজিত ছিলেন তিনি।
২০ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় আফগানিস্তান। শেষের চার ব্যাটসম্যানের কেউ করতে পারেননি ৫ রানও।
বোলারদের দারুণ পারফরম্যান্সের পর ব্যাট হাতে ভালো শুরুর আভাস দেন মফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। কিন্তু স্কোরবোর্ডে ৩৭ রান উঠতেই নাবিলের বিদায়ে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ৩ চার ও এক ছক্কায় ২৪ রান করে বাংলাদেশের বিশ্বকাপজয়ী দলের এই সদস্যকে ফেরান শহিদউল্লাহ হাসানি।
৩১ রান করে মফিজুল বোল্ড হয়ে যান ইজহারুলহক নাবিদের বলে। তার ৩৯ বলের ইনিংসে এক ছক্কা ও ৩ চার। এই লেগ স্পিনার আরিফুল ইসলামেরও স্টাম্প এলোমেলো করে দেন। অধিনায়ক মেহরবকে রানের খাতা খুলতে দেননি তিনি।
পরপর দুই ওভারে খালিদ হাসান ও তাহজিবুল ইসলামকে ফিরিয়ে দিয়ে আফগানদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন হাসানি। পরে নাভিদের লেগ স্পিনে কিবরিয়া বোল্ড হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ২৫ রান তুলতেই হারায় তারা ৫ উইকেট।
এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আইচ মোল্লা। তিনি অপরাজিত ছিলেন ২৬ বলে ১৬ রান করে। শেষ দিকে তাকে সঙ্গ দিয়ে ৬ রানে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন রিপন।
আগামী মঙ্গলবার একই মাঠে তৃতীয় যুব ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪২.৩ ওভারে ১০১ (বানুরি ২৫, সাফি ৩, ইশহাক ১২, ইজাজ ৯, নুর ১২, কামরান ১৮*, আহমাদজাই ১০, খারোতে ১, নাভিদ ০, হাসানি ৪, বিলাল ০; আশিকুর ৭-০-২৭-০, রিপন ৯-১-২৬-১, কিবরিয়া ৮-০-২০-২, মেহরব ৮.৩-০-১৪-১, নাইমুর ১০-৪-১-১৪-৪)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩.১ ওভারে ১০২/৭ (মফিজুল ৩১, নাবিল ২৪, আরিফুল ১০, আইচ ১৬*, মেহরব ০, খালিদ ২, তাহজিবুল ৬, কিবরিয়া ৩, রিপন ৬*; বিলাল ৪-১-২৭-০, আহমাদজাই ২-০-২-০, কামরান ২-০-১০-০, হাসানি ৬-০-৩০-৩, নাভিদ ৭.১-০-২৯-৪, খারোতে ২-০-৩-০)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: নাইমুর রহমান।
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০ ব্যবধানে এগিয়ে।