আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে লেগ স্পিনার ডেলানি

সবশেষ জাতীয় দলে খেলেছিলেন গত বছর। লম্বা বিরতির পর আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরলেন লেগ স্পিনার গ্যারেথ ডেলানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 06:18 PM
Updated : 9 Sept 2021, 06:19 PM

ক্রিকেট আয়ারল্যান্ড বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। এর তিন জন যাবেন রিজার্ভ সদস্য হিসেবে।

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী অক্টোবরের শুরুতে ১৫ জনের স্কোয়াড বেছে নেওয়া হবে বলে জানিয়েছে আয়ারল্যান্ড। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা স্কোয়াড পরিবর্তনের জন্য দলগুলোকে ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।

ডেলানি আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি সবশেষ খেলেন গত বছরের মার্চে, আফগানিস্তানের বিপক্ষে। হাত ঘুরিয়ে ২১ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে চারে নেমে ২৯ বলে ৩৭ রান করেছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে এই সংস্করণে ২৩ ম্যাচে খেলেছেন তিনি। ওভার প্রতি ৭.৪১ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৯টি।

এখনও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার গ্রাহাম কেনেডি ছিলেন সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেও। তবে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ ম্যাচ খেলে ৭ ইকোনমি রেটে কেনেডি উইকেট নিয়েছেন ১৫টি।

বাদ পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত মিডিয়াম পেসার উইলিয়াম ম্যাকক্লিনট।

এই সিরিজের দল থেকে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইন। আয়ারল্যান্ড জানিয়েছে, মূলত কোভিড-১৯ পরিস্থিতি ও চোটের বিবেচনায় ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে তাকে। ২০১৪ সালে অভিষেকের পর থেকে ২০টি-টোয়েন্টি খেলে ওভার প্রতি ৭.২০ রান দিয়ে ১৩ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।