দ. আফ্রিকা বিশ্বকাপ দলে নেই দু প্লেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2021 05:44 PM BdST Updated: 09 Sep 2021 08:05 PM BdST
লম্বা সময় ধরেই দক্ষিণ আফ্রিকার সাদা বলের দলে জায়গা পাচ্ছেন না ফাফ দু প্লেসি। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে রাখেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
আগামী ২৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জায়গা হয়নি লেগ স্পিনার ইমরান তাহির ও পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসেরও। তবে এখনও কোনো টি-টোয়েন্টি না খেলা স্পিনার কেশভ মহারাজ জায়গা পেয়েছেন দলে।
গত ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দু প্লেসি। তবে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। কিন্তু দেশের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে গত ৯ মাস ধরে খেলা হচ্ছে না তার। ওয়ানডে দলে নেই এক বছরের বেশি সময় ধরে।
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
রিজার্ভ: জর্জ লিন্ডা, আন্দিলে ফেলুকওয়ায়ো, লিজাড উইলিয়ামস।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি অবশ্য খেলছেন দু প্লেসি। সিপিএলে গত শনিবার সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেন ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস, ৫ ছক্কার সঙ্গে মারেন ১৩টি চার। ওই ইনিংসের বাইরে অবশ্য তেমন একটা রান নেই। তাই নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি।
২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো তাহির তখন টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু দেশের এই সংস্করণে আড়াই বছর ধরে খেলা হচ্ছে না তার। ২০১৯ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তার সঙ্গে ওই সিরিজেই শেষ খেলেন মরিস।
দক্ষিণ আফ্রিকার সাদা বলের অধিনায়ক টেম্বা বাভুমা আঙুলের চোটের সঙ্গে লড়াই করছেন। তবে তাকে রাখা হয়েছে বিশ্বকাপ দলে। আশা করা হচ্ছে বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবেন তিনি।
ব্যাটিংয়ে আছেন কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। পেস বোলিং আক্রমণে আছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ারা।
স্পিন বিভাগ সামাল দিবেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার তাবরাইজ শামসি। তার সঙ্গে আছেন কেশভ মহারাজ। যিনি শ্রীলঙ্কা সফরে বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন দলকে।
আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা।
-
মুশফিক-লিটনের ব্যাটে লিডের দুয়ারে বাংলাদেশ
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ