৪ বছর নিষিদ্ধ কিপার-ব্যাটসম্যান শাব্বির

আইসিসির দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন গুলাম শাব্বির। সংযুক্ত আরব আমিরাতের এই কিপার-ব্যাটসম্যানকে চার বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2021, 01:34 PM
Updated : 6 Sept 2021, 01:34 PM

আইসিসি সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিধির ছয়টি ধারা ভাঙার কথা নিজেই স্বীকার করে নিয়েছেন শাব্বির।

২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে ও এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের সিরিজে দুর্নীতির জন্য পাওয়া প্রস্তাব, সতীর্থ ও অন্যদের দুর্নীতির তথ্য এসিইউকে না জানানোর অভিযোগ ওঠে শাব্বিরের বিরুদ্ধে।

এছাড়া সব মোবাইল ফোন না দেওয়া, সঙ্গে তদন্তের জন্য প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করে এসিইউ-এর তদন্তকে বাধাগ্রস্ত করার অভিযোগও স্বীকার করে নিয়েছেন তিনি।

আমিরাতের হয়ে ২৩ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তি শেষ হবে আগামী ২০২৫ সালের ২০ অগাস্ট।