যেভাবে ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন এজাজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2021 10:03 PM BdST Updated: 05 Sep 2021 10:03 PM BdST
তিন বলের মধ্যে মেহেদি হাসান ও সাকিব আল হাসানের উইকেট। খানিক বাদে পরপর দুই বলে মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনের উইকেট। এজাজ প্যাটেলের দুইবারের জোড়া ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারায় নিউ জিল্যান্ড। ৫২ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ এ নামিয়ে নিয়ে এসেছে সফরকারীরা। টি-টোয়েন্টিতে ৫২ রানের জয় যে কোনো কন্ডিশনেই বড় জয়। মিরপুরের উইকেটের কারণে এই জয় আসলে আরও অনেক বড়।
৪ ওভারে ১৬ রান দিয়ে এজাজ নেন ৪ উইকেট। আগের চার ম্যাচ মিলিয়ে তিন উইকেট নেওয়া ৩২ বছর বয়সী বোলার এই প্রথম কোনো ম্যাচে পেলেন একাধিক উইকেটের স্বাদ।
ম্যাচ সেরার পুরস্কার জেতা এজাজ জানান, এই জয় তাদের সামর্থ্যের প্রমাণ এবং সমালোচনার জবাব।
“অনেকেই দলে অভিজ্ঞতার ঘাটতির কথা বলেছে। আজ আমরা দেখিয়েছি এই কন্ডিশনে আমরাও খেলতে পারি। একই সঙ্গে আমার মনে হয়, এটা দেখিয়েছে আমরা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি।”
এজাজ এ দিন ছিলেন যেন দুর্বোধ্য। তার বিপক্ষে রানের পথই খুঁজে পাননি ব্যাটসম্যানরা। নিজের পারফরম্যান্স স্বাভাবিকভাবে খুশি এজাজ। জানালেন, মাথা খাটিয়ে বোলিংয়ের পুরস্কার এই পারফরম্যান্স।
“নিজের পারফরম্যান্সে খুশি। উইকেটে স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা আছে। লাইন-লেংথ ধরে রাখা ও গতির পরিবর্তন করা এখানে গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের পড়ার চেষ্টা করেছি। সাকিব, মেহেদি, মাহমুদউল্লাহ আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি, সাকিব কতটা বিপজ্জনক। ওই বলটা আমি গতি কমিয়ে দিয়েছিলাম। ভাগ্য ভালো সেটাতে সে টাইমিং করতে পারেনি।”
“উইকেটের গতি দেখে বোঝার চেষ্টা করেছি এখানে সবচেয়ে বিপজ্জনক বল কোনটা। আমি নিশ্চিত করার চেষ্টা করছি, স্টাম্পে বল রাখছি। একই সঙ্গে বলের গতি পরিবর্তন করেছি, বলের লাইন পরিবর্তন করেছি। বৈচিত্র্য ও ক্রিজ ব্যবহারের চেষ্টা করেছি। এগুলো করেই সফল হয়েছি।”
ভালো করেছেন অন্য দুই স্পিনার কোল ম্যাকনকি ও রবীন্দ্র জাদেজাও। অফ স্পিনার ম্যাকনকি ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনার রাচিন ছিলেন সবচেয়ে হিসেবী। ৪ ওভারে কেবল ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।
সব মিলিয়ে স্পিনারদের ১২ ওভারে ৪৪ রান তুলতে ৮ উইকেট হারায় বাংলাদেশ। ব্যবধান গড়ে দেওয়া বোলিংয়ের জন্য সতীর্থ স্পিনারদের প্রশংসায় ভাসালেন এজাজ।
“স্পিনাররা সম্মিলিতভাবেই ভালো বোলিং করেছে। কোল ও রাচিন দুই জনই অসাধারণ বোলিং করেছে। মাঠে আমরা সব সময়ই কথা বলেছি। কোন বলটা কাজে লাগছে কোনটা লাগছে না, এ নিয়ে পরস্পরকে বলেছি। মাঠে স্পিনারদের মধ্যে যোগাযোগ বেশ ভালো ছিল। আমরা চিহ্নিত করতে পেরেছিলাম কোন বলটা এই উইকেটে খেলা সবচেয়ে কঠিন হবে।”
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
-
বাদ পড়ে অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
-
‘নতুন যুগের সূচনায়’ ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’