মুশফিক নয়, তৃতীয় ম্যাচেও কিপিংয়ে সোহান

সিরিজ শুরুর আগের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং করার কথা মুশফিকুর রহিমের। কিন্তু রোববার তৃতীয় ম্যাচে কিপিং গ্লাভস হাতে দেখা গেল নুরুল হাসান সোহানকেই। ভাগাভাগি করে কিপিংয়ের নমুনা তাই দেখা গেল না আপাতত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 10:06 AM
Updated : 5 Sept 2021, 10:06 AM

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে আগে বোলিং করছে বাংলাদেশ। একাদশের তালিকায় সোহানকে রাখা হয় কিপার হিসেবে। মাঠেও তাকে দেখা যায় সেই ভূমিকায়। মুশফিক ফিল্ডিং করছেন আউটফিল্ডে।

এই সিরিজ শুরুর আগে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল এই দুজনকে ভাগাভাগি করে কিপিং করানোর সিদ্ধান্ত। গত সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানান, সিরিজের প্রথম দুই ম্যাচে কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে মুশফিক। এরপর তারা শেষ ম্যাচের সিদ্ধান্ত নেবেন।

সেই সিদ্ধান্ত তখন আলোচনা-সমালোচনার খোরাক জোগায় প্রচুর।

সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক মাহমুদউল্লাহও জানান, মুশফিক-সোহান দুজনই এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং দুজনই খুশি।

শেষ পর্যন্ত তুমুল আলোচিত সেই সিদ্ধান্তের বাস্তবায়ন তৃতীয় ম্যাচে অন্তত দেখা গেল না।

সিরিজের প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে চারটি ক্যাচ নেন মুশফিক, এখনও পর্যন্ত যা সিরিজের সর্বোচ্চ ক্যাচ।