অবশেষে আফগান যুবারা বাংলাদেশে

অনেক অনিশ্চয়তা পেরিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশে আসতে পারল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। কাবুল থেকে পাকিস্তান, কাতার হয়ে শনিবার ঢাকায় পা রাখেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2021, 03:24 PM
Updated : 4 Sept 2021, 03:24 PM

রাজনৈতিক পালাবদলে আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে আসার পর আফগানদের কোনো দলের ক্রিকেট সফর এটিই প্রথম।

আগের সূচি অনুযায়ী, আফগান যুবাদের বাংলাদেশে আসার কথা ছিল গত মঙ্গলবার। কিন্তু কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ হওয়ার পর সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর তারা বিকল্প পথ বেছে নেয়। সড়ক পথে পাকিস্তানে গিয়ে সেখান থেকে আকাশ পথে তারা আসে বাংলাদেশে। পাকিস্তানের ভিসা পেতে একটু দেরি হওয়ায় সফরও পিছিয়ে যায় কিছুটা।

বাংলাদেশে এসে এ দিনই তারা চলে গেছে সিলেটে। সেখানে টিম হোটেলে রুম কোয়ারেন্টিন করতে হবে তিন দিন। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে বুধবার থেকে তারা শুরু করতে পারবে অনুশীলন। দুই দিন অনুশীলনের পর শুক্রবার শুরু যুব ওয়ানডে সিরিজ।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ১৯ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর থেকে শুরু যুব টেস্ট।

সব কটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজের জন্য গত সপ্তাহ দুয়েক ধরেই সিলেটে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত বছর যুব বিশ্বকাপ জয়ের পর কোভিড মহামারীর কারণে এবারের দলটি ম্যাচ অনুশীলনের সুযোগই পায়নি আর। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপ প্রস্তুতি।